পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

করণের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ সইফ-পুত্রের! জোর জল্পনা নেটপাড়ায় - Ibrahim Ali Khan

Karan Johar New Movie: নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক করণ জোহর ৷ তবে রাখলেন টুইস্ট ৷ ছবির নাম থেকে কারা রয়েছেন অভিনয়ে, দিলেন হিন্ট ৷ নেটিজেনদের উত্তর কতটা সঠিক?

Etv Bharat
বলিউডে ডেবিউ সইফ পুত্র ইব্রাহিমের!

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 6:29 PM IST

হায়দরাবাদ, 28 জানুয়ারি:দীর্ঘ সময় পর পরিচালনা ফিরে ছক্কা হাঁকিয়েছেন পরিচালিক করণ জোহর ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সুপারহিট বক্সঅফিসে ৷ রবিবার পরিচালক ঘোষণা করলেন পরবর্তী ছবির ৷ তবে রাখলেন ধোঁয়াশা ৷ আসলে অনুরাগীদের সঙ্গে মজার খেলা খেললেন পরিচালক করণ ৷ বলেও যেন কিছু বললেন না ৷ নেটিজেনদের উত্তর আদৌ কি সঠিক? বলবে সময় ৷

এদিন করণ জোহর একটি ছবি পোস্ট করেন ৷ ক্যাপশনে লেখেন, "অনুমান শুরু করা যাক ৷" কী লেখা আছে সেই পোস্টে? সেখানে আগামী ছবির কথা উল্লেখ করে তিনটি পয়েন্ট করেছেন প্রযোজক-পরিচালক ৷ যেখানে তিনি অনুরাগীদের অনুমান করতে বলেছেন ছবির নাম ও ছবিতে কাদের দেখা যাবে তাঁদের নাম ৷ তিনি লেখেন, "এটা অ্যানাউন্সমেন্ট নয় কিন্তু হতে পারে আপনাদের সাহায্যে ৷ গতবছর এই ছবির শুটিং আমরা করেছি ৷ তা শেষও হয়ে গিয়েছে ৷ কিন্তু তা হয়েছে বেশ গোপনে ৷ কারণ ছবির ক্রিউ ও নতুন পরিচালক বিস্তারিত এক্ষুনি জানাতে চাননি ৷ তাই রইল কিছু হিন্ট ৷

1) দক্ষিণের একজন সুপারস্টার, যিনি সম্প্রতি প্যান ইন্ডিয়া হিট ছবি উপহার দিয়েছেন ৷

2) এক অসাধারণ অভিনেত্রী, যিনি সেলুলয়েডে এখনও আমাদের অবাক করে চলেছেন তাঁর এনার্জি ও ইমোশন দিয়ে ৷

3) এক অভিনেতার আত্মপ্রকাশ ৷ যে তাঁর কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে এই দুনিয়ায় পা রেখেছে ৷ উত্তরাধিকার সূত্রে পাওয়া দক্ষতা তাঁর রয়েছে কিন্তু তার প্রতিফলন হয়নি কখনও ৷ "

এই হিন্ট পাওয়ার পরেই নেটিজেনদের একাধিক উত্তর তাক লাগানোর মতো ৷ বেশিরভাগ জনই জানিয়েছে বলিউডে পা রাখতে চলেছেন ছোটে নবাবের পুত্র অর্থাৎ সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান ৷ তাঁর সঙ্গে দেখা যাবে বলিউডের চার্মিং গার্ল কাজল ও সালার খ্যাত অভিনেতা পৃথ্বীরাজ সুকুমরণকে ৷ ছবির নাম 'সরজমিন' ৷ বরন ইরানির ছেলে কেয়জ ইরানি রয়েছেন ছবি পরিচালনার দায়িত্বে ৷ প্রযোজক অবশ্যই করণ জোহর ৷ জানা গিয়েছে, মালয়লম রোম্যান্টিক কমেডি ছবি 'হৃদয়ম' ছবির রিমেক 'সরজমিন' ৷

উল্লেখ্য, মা-বাবার মতো রূপোলি পর্দায় পা রাখার আগে করণ জোহরের সঙ্গে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন ইব্রাহিম আলি খান ৷ রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে সহ-পরিচালক হিসাবে দক্ষতা বাড়িয়েছেন ইব্রাহিম ৷

আরও পড়ুন:

1. বিনোদনের সবচেয়ে বড় সন্ধ্যায় কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি; রইল তালিকা

2.'আমাদের সবাইকেই ফেস ম্যাপিংয়ের শিকার হতে হচ্ছে', এআই নিয়ে উদ্বিগ্ন অমিতাভ

3.'তু মান মেরি জান...', মিউজিক্যাল ইভেন্টে 'জিজু' নিকের গানে মজল মুম্বই

ABOUT THE AUTHOR

...view details