মুম্বই, 14 ডিসেম্বর: "চন্দু কে চাচা নে, চান্দু কি চাচি কো, চাঁদনি রাত মে, চাঁদনিচক মে..." এই শুনলে বা পড়লে কোন কথাটা প্রথমেই মনে আসে বলুন তো? ঠিক ধরেছেন কে3জি ছবির সেই মজাদার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে ৷ কেটে গিয়েছে 23টা বছর ৷ কিন্তু আজও এই সিনেমার গান হোক বা দৃশ্য একবার দেখা শুরু করলে শেষ করতে ইচ্ছা করে না ৷ নস্ট্যালজিয়ায় গা ভাসিয়ে দিতে ইচ্ছা করে ৷
ঠিক তেমনই এক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন পরিচালক করণ জোহরও ৷ 2001 সালে আজকের দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কভি খুশি কভি গম ৷ ছবির 23 বছর পূর্তিতে আবেগে ভাসছেন পরিচালক করণ ৷ সোশাল মিডিয়ায় লিখলেন, "চিমটি কাটো আমায় ৷"
এদিন ইন্সটাগ্রামে কে3জি ছবির সেটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন করণ ৷ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, করিনা কাপুর খান ও হৃতিক রোশন অভিনীত ছবি প্রসঙ্গে করণ লেখেন, "23 বছর! সত্যিই ভাবলে অবাক লাগে ৷ কি দারুণ মুহূর্ত ছিল সেই সব দিনে ৷ সেটে এই সকল লেজেন্ডদের সঙ্গে কাজ ৷ এটা আমার পরিচালিত দ্বিতীয় ছবি ৷"
পরিচালক এরপর লেখেন, "আমি ভাগ্যবান যে অসাধারণ অভিনেতা ও অন্যান্য কলাকুশলীরা আমার উপর ভরসা করতে পেরেছিলেন ৷" এরপর দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেন করণ ৷ তিনি লেখেন, "সবচেয়ে বড় ধন্যবাদ দিতে হয় দর্শকদের ৷ অনুরাগীদের ৷ যারা আমাদের পরিবার ৷ যাঁরা এখনও আমাদের এই সিনেমা দেখেন, সিনেমার প্রতিটা সংলাপ মুখস্থ রাখেন, ছবির প্রতিটি গানে নেচে ওঠেন, তাঁরাই আমাদের এই সিনেমাকে 23 বছর ধরে বাঁচিয়ে রেখেছেন ৷" কভি খুশি কভি গম পারিবারিক এক ছবি ৷ ছবির ট্যাগলাইন ছিল 'ইট'স অল অ্য়াবাউট লাভিং ইয়োর পেরেন্টস ৷'
ছবির সংলাপ যেমন এখনও দর্শকদের মুখে মুখে ফেরে, রাহুল-অঞ্জলির প্রেম নিয়ে চর্চা চলে, তেমনই জনপ্রিয় হয় করিনা কাপুর খানের 'পু' চরিত্র ৷ সবমিলিয়ে আজও সিনেপর্দায় কভি খুশি কভি গম দর্শকদের ধরে রাখার ক্ষমতা রাখে ৷ তাই সিনেমার সংলাপ ধার করে একটু পাল্টে করণ জোহরকে বলাই যায়, "তোমার কোনও অধিকার নেই যে তুমি এত সুন্দর সিনেমা বানাও.... নট ফেয়ার ৷" বা এটাও বলা যায়, "কৌন হ্যায় জিসনে দোবারা কভি খুশি কভি গম নেহি দেখা... ৷"