হায়দরাবাদ, 14 নভেম্বর:তিন বছর পর পর্দায় ফিরেছেন জয়ভীম খ্যাত অভিনেতা সুরিয়া ৷ মুক্তি পেয়েছে 'কাঙ্গুভা' ৷ অ্যাকশন থ্রিলার পরিচালনা করেছেন শিবা ৷ অন্ধ্রপ্রদেশ ও কেরালাতে ছিল ভোরবেলার শো ৷ সেখানে অনুরাগীদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো ৷
তবে ছবি দেখার পর সোশাল মিডিয়ায় উঠে এল নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া ৷ অন্যদিকে, 'অ্যানিম্যাল' ছবিতে ভিলেনের চরিত্রে ববি দেওলের কামব্যাক মনে রাখার মতো ৷ কাঙ্গুভা ছবির দিয়েই তামিল সিনেমা জগতে পা রাখলেন ববি ৷ সঙ্গে রয়েছেন দিশা পাটানিও ৷ তিনি তামিল সিনেমায় প্রথম অভিনয় করলেন ৷
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে যোগী বাবু, রেডিন কিংসলে, কেএস রবিকুমারকে ৷ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে সুরিয়াকে ৷ 2ডি'র পাশাপাশি ছবি মুক্তি পেয়েছে 3ডি ও আইম্যাক্স ফরম্যাটে ৷ ছবি তৈরিতে খরচ হয়েছে প্রায় 400 কোটির মতো ৷ ফলে সেই ছবি যদি দর্শকদের ভালো প্রতিক্রিয়া না পায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার হতে খুব বেশি সময় লাগবে না ৷
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক্স হ্যান্ডেলে (টুইটার) এক নেটিজেন সিনেমা দেখার পর লিখেছেন, "অভিনয়ের দিক থেকে সুরিয়া 200 শতাংশ দিয়েছেন ৷ সাধারণ ইন্টারভাল ৷ মিউজিক নয়জি ৷ ফার্স্ট হাফ অ্যাভারেজ ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "মোটের উপর এই সিনেমা দেখা যায় ৷ বিশেষ করে সেকেন্ড হাফের জন্য ৷ শো-ম্যান সুরিয়া ৷ ক্লাইম্যাক্স দুর্ধর্ষ ৷ 5-এ ছবিতে 3.5 রেটিং দেওয়া যায় ৷" আর এক ইউজার লেখেন, "অ্যাভারেজ সিনেমা কাঙ্গুভা ৷ সুরিয়ার অভিনয়ে নতুনত্ব নেই ৷" অনেক অনুরাগী ববি দেওয়ালের অভিনয়ের প্রশংসা করেছেন ৷ পাথুরে চোখে জমজমাট অ্যাকশনে ববির অভিনয় দেখার মতো বলে মত নেটপাড়ায় ৷
এখানেই শেষ নয়, প্রখ্যাত শিল্পী দেবী শ্রী প্রসাদ এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ৷ সেখানেও উঠেছে সমালোচনার ঝড় ৷ অনেক অনুরাগী সিনেমা দেখার পর প্রতিক্রিয়ায় জানিয়েছন, ছবিতে কোনও অভিনেতা কথা বলছেন না যেন চিৎকার করছেন ৷ কারণ ব্যাকগ্রাউন্স স্কোর ঠিক ছিল না ৷ সিনেমার গল্প ভালো কিন্তু নয়েজ প্রচন্ড ৷ তাই ছবি দেখে সুখ নেই ৷
ছবি ঘিরে নানা সমালোচনার পরেও অনেক অনুরাগী ছবির দ্বিতীয় পার্টের প্রশংসা করেছেন ৷ ক্লাইম্যাক্স সিকোয়েন্স দুর্দান্ত হওয়ার জন্য ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ অনুরাগীদের ৷
বক্সঅফিসে আয়
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী,অ্যাডভান্স বুকিংয়ে কাঙ্গুভা প্রথম দিন আয় করে নিয়েছে 17.61 কোটি টাকা ৷ ওয়ার্ল্ডওয়াইড 10 হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ ভারতে আনুমানিক আয় 2.6 কোটি টাকা আগেই আয় হয়ে গিয়েছে ৷ ফলে প্রথম দিন 15 থেকে 20 কোটি ঘরে তুলতে পারে এই ছবি ৷ এই কপি লেখার সময় 'কাঙ্গুভা' ছবির মোট আয় গিয়ে দাঁড়ায় 8.9 কোটি টাকায় ৷