পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিনোদুনিয়ার বেশ কিছু তারকা ডার্ক ওয়েব ব্যবহার করে আড়ি পাতছেন, বিস্ফোরক কঙ্গনা - ডার্ক ওয়েব

Kangana Ranaut: ফিল্ম ইন্ডাষ্ট্রির বেশ কিছু পরিচিত ব্যক্তিত্বরা ফের বলিউড কুইনের নিশানায় ৷ অভিযোগ তুলেছেন, একাধিক তারকা ডার্ক ওয়েব ব্যবহার করেন ৷ খুব শীঘ্রই বহু মানুষের মুখোশ খুলে যাবে বলে দাবি কঙ্গনা রানাওয়াতের ৷

Dark Web
ডার্ক ওয়েব নিয়ে সরব কঙ্গনা রানাওয়াত

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 4:07 PM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: বলিউডের একাধিক বিষয় নিয়ে বারবার সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে নেপোটিজম হোক কিংবা বক্সঅফিসে কারচুপি; একাধিক বিষয় নিয়ে নির্দিষ্ট কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগে সরব বলিউডের 'কুইন' ৷ এবার তিনি ইন্ডাস্ট্রির অন্দরে বিশেষ কিছু ব্যক্তির ডার্ক ওয়েবের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অভিযোগ করেছেন ছবির দুনিয়ার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি ডার্ক ওয়েব ব্যবহারের মধ্য দিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত পরিসর তথা হোয়াটসঅ্যাপ ও ইমেলে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

শনিবার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানিয়েছেন, সম্প্রতি ফোনে সামাজিক মাধ্যমে একটা আপডেট হয়েছে ৷ যেখানে শুধু ব্যক্তির নম্বর দেখাচ্ছে তা নয়, ব্যবহারকারীর নামও কোনওভাবে নথিবদ্ধ হয়ে যাচ্ছে ৷ এরপর অভিনেত্রী ডার্ক ওয়েবের সমস্যাটি সমাধান করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।

কঙ্গনা পোস্টে দাবি করেছেন, "অনেক ফিল্মি দুনিয়ার তারকা এই ডার্ক ওয়েবের সঙ্গে যুক্ত ৷ যার ফলে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ, ইমেল হ্যাক করে ব্যক্তিগত বিষয়ে ঢুকে পড়ছে ৷ অনেক মানুষের মুখোশ খুলে যাবে, যদি ডার্ক ওয়েব ব্যবহারকারীদের নাম প্রকাশ্যে আসে ৷"

ব্যক্তিগত পরিসর বাদ দিলে, কঙ্গনা সম্প্রতি ব্যস্ত রয়েছেন 'ইমার্জেন্সি' ছবি নিয়ে ৷ যেখানে তাঁকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ৷ অন্যদিকে, তাঁর হাতে রয়েছে বিষ্ণু মাঞ্চুর ছবি 'কাননাপ্পা' ৷ যেখানে কঙ্গনাকে দেখা যাবে দেবী পাবর্তীর চরিত্রে ৷ শোনা যাচ্ছে, ছবিতে ভগবান শিবের চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকা প্রভাসকে ৷ এছাড়াও একটি সাইকোলজিক্যাল থ্রিলার ছবির শুটিংও করছেন কঙ্গনা ৷ এই ছবিতে ফিরে আসছে 'তনু ওয়েডস মনু' জুটি ৷ অর্থাৎ ফের একবার কঙ্গনার সঙ্গে দেখা যাবে আর মাধবনকে ৷ লাইনে রয়েছে বিকাশ বহেল পরিচালিত 'কুইন' ছবির সিক্যুয়েলও ৷

ABOUT THE AUTHOR

...view details