পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিয়ের ধারণাকে বিকৃত করেছে বলিউড, 'মিসেস' ছবির তীব্র সমালোচনা কঙ্গনার - KANGANA RANAUT

কঙ্গনা রানাওয়াত তাঁর পোস্টে পরিবারের গুরুত্ব এবং মহিলাদের ভূমিকার প্রশংসা করেন ৷ তিনি এই কথা বলতে গিয়ে নিজের মায়ের উল্লেখ করেন ৷

KANGANA RANAUT
মিসেস' ছবির তীব্র সমালোচনা করলেন কঙ্গনা রানাওয়াত (ছবি: এএনআই ও ফিল্ম পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 23, 2025, 5:59 PM IST

হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: নাম না-করে সান্যা মালহোত্রার 'মিসেস' ছবির তীব্র সমালোচনা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ বলিউডের কুইনের মতে, এই ছবিতে ভারতীয় পরিবারের মূল্যবোধ ও বিয়ে নামক ধারণাকে বিকৃত করে দেখানো হয়েছে ৷ তাই তিনি ইনস্টাগ্রামে গিয়ে বিবাহের মতো প্রতিষ্ঠানকে রক্ষা করার পক্ষে সওয়াল করেন ৷ কঙ্গনার ওই সোশাল মিডিয়া পোস্ট বিতর্কের জন্ম দিয়েছে । যা নিয়ে চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায় ৷

শনিবার তাঁর ইনস্টাগ্রামে কঙ্গনা পরিবারের গুরুত্ব এবং পরিবারে মহিলাদের ভূমিকা নিয়ে কয়েকটি স্টোরি পোস্ট করেন ৷ যেখানে তিনি মা ও ঠাকুমাদের কাজের প্রশংসা করেন এবং তাঁদের বাড়িতে কর্তৃত্বের কথা বলেন ৷ অভিনেত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "বড় হয়ে আমি এমন কোনও মহিলাকে দেখিনি যে তার বাড়িতে কর্তৃত্ব ফলায় না ৷ কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে এবং কখন বাইরে যেতে হবে সে বিষয়ে সবাইকে নির্দেশ দিতে দেখেছি মহিলাদের ৷ এমনকি স্বামীর কাছ থেকে তার এক একটি টাকা খরচেরও হিসাব নেয় ৷"

কঙ্গনা রানাওয়াতের সোশাল মিডিয়া পোস্ট (ছবি সূত্র-ইনস্টাগ্রাম)

তিনি বলেন, "আমি যদি নিজের বাড়ির কথা বলি তাহলে, আমার বাবা যখনই আমাদের সঙ্গে বাইরে খেতে চাইতেন আমার মা সবাইকে বকাঝকা করতেন ৷ কারণ আমাদের জন্য রান্না করা তাঁর শখ ছিল ৷ এইভাবে তিনি বাড়ির অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেন ।"

কঙ্গনার কথায়, "বিয়ে কখনওই বোঝা নয়, বরং একে অপরের পাশে থাকার মাধ্যম ৷ কীভাবে আমাদের বাবা-মা কোনও অভিযোগ ছাড়াই আমাদেরও বড় করেছেন এবং পাশাপাশি বাড়ির বড়দের দেখাশোনাও করেছেন । বিয়ের ভাবনাকে খানিকটা বিকৃ্ত করা হয়েছে বলিউডের বেশ কয়েকটি ছবিতে । এদেশে বিয়ের যেমন ভাবনা, তেমনটাই দেখানো উচিত । বিয়ে মানে ধর্ম বা কর্তব্য ৷ তাই আপনার কর্তব্য করুন এবং এগিয়ে যান । জীবন খুব ছোট এবং দ্রুত পরিবর্তনশীল ৷ আপনি যদি খুব বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করেন তবে শেষ পর্যন্ত আপনি আপনার থেরাপিস্টের সঙ্গে একাই থেকে যাবেন ।"

কঙ্গনা রানাওয়াতের সোশাল মিডিয়া পোস্ট (ছবি সূত্র-ইনস্টাগ্রাম)

তিনি আরও বলেন, "আমাদের ধর্মগ্রন্থে কোথাও লেখা নেই যে আপনি সফলতা, বিবাহ, খ্যাতি বা লোকের থেকে সুখ পাবেন । আপনি কেবল ঈশ্বরের কাছেই সুখ পাবেন । যৌথ পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি ৷ তাই বিয়ে নিয়ে ভুল বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় । বলিউডের এমন বার্তা দেওয়া উচিত নয় ।"

কঙ্গনা রানাওতের সোশাল মিডিয়া পোস্ট (ছবি সূত্র-ইনস্টাগ্রাম)

আর তাঁর এই মন্তব্য থেকেই আন্দাজ করা যাচ্ছে, তিনি মিসেস ছবির বিষয়বস্তুকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন ৷ কারণ মিসেস ছবিটি মহিলাদের বাড়িতে দিনের পর দিন সংগ্রামের কথা তুলে ধরেছে ৷ যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সান্যা মালহোত্রা ৷

মিসেস হল 2021 সালের মালায়ালাম ফিল্ম দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক । আরতি কাদভ পরিচালিত ছবিটি সান্যার চরিত্রের নাম রিচা ৷ যিনি একজন নৃত্যশিল্পী এবং একটি পুরুষ-শাসিত পরিবারে বিয়ে করেছেন । সান্যাকে প্রতিদিন ছোট ছোট সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় । অনেক মহিলা এই চলচ্চিত্রের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছেন ৷ ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details