পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বক্স অফিসে ধুন্ধুমার ব্যাটিং, 11 দিনেই বিরাট আয় কল্কির - Kalki 2898 AD BO collection day 11 - KALKI 2898 AD BO COLLECTION DAY 11

Kalki 2898 AD BO collection day 11: একাদশতম দিনে ভারতে 500 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ল কল্কি 2898 এডি ৷ এই ছবিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে ৷ এই ছবি শীঘ্রই বিশ্বব্যাপী 1000 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়বে বলে আশা করা হচ্ছে ৷

ETV BHARAT
বক্স অফিসে ধুন্ধুমার ব্যাটিং কল্কির (ছবি: ইনস্টাগ্রাম)

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 1:51 PM IST

হায়দরাবাদ, 8 জুলাই: মুক্তির মাত্র 11 দিনের মধ্যেই কল্কি 2898 এডি-র আয় দেশের মাটিতে 500 কোটি টাকা পেরিয়ে গেল । আর বিশ্বব্যাপী সংগ্রহে ক্রমে 1000 কোটি টাকার দিকে এগোচ্ছে নাগ অশ্বিন পরিচালিত এই সাই-ফাই ফিল্ম ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, ভারতে ফিল্মটির বক্স অফিস কালেকশন একাদশতম দিনে 506.87 কোটি টাকায় পৌঁছেছে । ইতিমধ্যে ভক্তরা অধীর আগ্রহে এর গ্লোবাল গ্রস সম্পর্কে আপডেটের জন্য অপেক্ষা করছেন ৷ শীঘ্রই এই ছবি 1000 কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে প্রত্যাশা রয়েছে ৷

27 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি উল্লেখযোগ্যভাবে ভালো পারফর্ম করে চলেছে । রিপোর্ট অনুসারে, কল্কি 2898 এডি সমস্ত ভাষা মিলিয়ে একাদশতম দিনে ভারত জুড়ে প্রায় 41.17 কোটি টাকা (নেট) আয় করেছে, যা এর মোট দেশীয় আয় 506.87 কোটি টাকায় নিয়ে গিয়েছে ।

এই সাই-ফাই এপিক ভারতে তার দ্বিতীয় সপ্তাহান্তে বক্স অফিসে দারুণ ফল করেছে ৷ কল্কি 2898 এডি 27 জুন মুক্তির দিনে 95.3 কোটি টাকা আয় করেছিল ৷ প্রথম সপ্তাহের শেষে এর সংগ্রহ ছিল 414.85 কোটি টাকা । আর দশম দিনে ফিল্মটি 34.15 কোটি টাকা আয় করে ৷ সপ্তাহের মাঝের দিনগুলিতে আয় কিছুটা কমলেও সপ্তাহান্তে ফের অনেকটা বেড়েছে আয় ৷

আন্তর্জাতিকভাবে, এই বহুভাষিক 3ডি ফিল্ম ইতিমধ্যেই 800 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে ৷ দ্বিতীয় সপ্তাহান্তে এর শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে আশা করা হচ্ছে যে শীঘ্রই কল্কি 2898 এডি বিশ্বব্যাপী 1000 কোটি টাকার গণ্ডি অতিক্রম করবে ৷ যদিও এব্যাপারে আনুষ্ঠানিক পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি । ইতিমধ্যে, উত্তর আমেরিকায় এই ছবি 16 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সংগ্রহের ফলে সেখানে সর্বোচ্চ আয়কারী দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে ৷ এমনই দাবি বিদেশি ডিস্ট্রিবিউটক প্রথমাঙ্গিরা ইউএস-এর ৷

বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত কল্কি 2898 এডি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র, যার বাজেট 600 কোটি টাকা । পৌরাণিক এবং সাই-ফাই অ্যাকশন ড্রামাটি 27 জুন তেলুগু, তামিল, মালায়লম, কন্নড়, হিন্দি এবং ইংরেজিতে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ৷ প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো দুর্দান্ত কাস্টিং-এর পাশাপাশি রয়েছেন দিশা পাটানি, বিজয় দেবরেকোণ্ডা, ম্রুণাল ঠাকুর ও শোভনাও ।

নাগ অশ্বিন একটি সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে এই ছবির সিক্যুয়েলের কথা নিশ্চিত করেছেন ৷ ভৈরব (প্রভাস), এসইউ-এম80 (দীপিকা), অশ্বত্থামা (অমিতাভ) এবং সুপ্রিম ইয়াসকিন (কমল) এর মতো চরিত্রগুলির গভীরতার কথা তুলে ধরেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details