পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শান্তিনিকেতনের পর এবার পার্কস্ট্রিট, 'মা' ছবির শুটিংয়ে ব্যস্ত কাজল - Kajol in Kolkata - KAJOL IN KOLKATA

Kajol Shoots in Park Street: শান্তিনিকেতনের শুটিং সামলে শনিবার দুপুরে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন তনুজা-তনয়া কাজল ৷ রবিরার আজ পার্কস্ট্রিটে দেখা মিলল অজয়-ঘরণী কাজলের ৷ তিনি চরম ব্যস্ততা ৷ কলকাতার শুটিং শেষ হলেই তিলোত্তমা ছেড়ে মায়ানগরীতে ফিরবেন বলি-ডিভা ৷

Kajol Shoots in Park Street
Kajol Shoots in Park Street

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 2:21 PM IST

কলকাতা, 7 এপ্রিল: মা' ছবির শুটিংয়ে মুম্বই থেকে কলকাতা এসেছেন কাজল। দিন কয়েক আগেই শুটিংয়ের জন্য পা-রাখেন বোলপুর-শান্তিনিকেতনে। সেখানে আটদিনের শুটিং সেরে ফেরেন কলকাতায়। শনিবার দুপুরে দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন অজয়-পত্নী কাজল ৷ গতকাল মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে একাধিক পোজে ক্যামেরাবন্দি হন ৷ আর রবিবার রবিবার পার্কস্ট্রিটে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই বলি ডিভা ।

উল্লেখ্য, 'মা' ছবির শুটিং চলছে কলকাতায়। অভিনেতা রণিত রায়ও রয়েছেন এই ছবিতে। অন্যদিকে, শান্তিনিকেতনে পৌঁছে অভিনেতা রণিত রায়ও পুজো দিয়েছেন সতীপীঠ কঙ্কালীতলায় ৷ কাজলের বিপরীতে দেখা যাবে তাঁকে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া । ছবিটির প্রযোজনা করছেন অজয় দেবগণ। ওদিকে, 10 এপ্রিল মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত 'ময়দান'। সোমবার ছবির স্পেশাল স্ক্রিনিং হবে কলকাতায়।

ছবিতে কাজল হাজির থাকবেন কি না তা নিয়ে মানুষের আগ্রহ দানা বাঁধছে। তবে, এখনও জানা যায়নি কিছুই। সম্প্রতি ওয়েবেও পা রেখেছেন কাজল। 'দ্য ট্রায়াল'-এর মাধ্যমে ওটিটি-তে আত্মপ্রকাশ ঘটেছে 49 বছর বয়সি অভিনেত্রীর। গতকালের আগে পর্যন্ত শান্তিনিকেতনের সোনাঝুরির হাট-সহ বেশকিছু জায়গায় চুটিয়ে শুটিং করেছেন কাজল। আর আজ কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটে শুটিং করছেন অভিনেত্রী। কলকাতার শুটিং শেষ হলেই নিজশহর মুম্বইয়ে ফিরবেন তিনি।

কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই সহ-অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন কাজল। অজয় দেবগনের বাড়ির ছাদেই ঘুরেছিলেন সাত পাক। তারপর কমিয়ে দিয়েছিলেন সিনেমার কাজ। তবে গত কয়েকবছরে একেবারে চুটিয়ে কাজ করছেন। এই মুহূর্তে 'মা' ছাড়াও তাঁর হাতে রয়েছে সরজমিন ও দো পত্তি। কদিন আগে যিশু সেনগুপ্তর সঙ্গে ট্রায়াল সিরিজেও দেখা মিলেছিল তনুজা কন্যার ৷

আরও পড়ুন:

  1. মায়ের সঙ্গে মা কালীর মন্দিরে কাজল, সঙ্গে ছেলে যুগ
  2. বাঙালি সাজে রণিত, চারশো বছরের পুরনো জমিদার বাড়িতে ছবির শুটিংয়ে কাজল
  3. 'মা' ছবির শুটিঙে বোলপুরে কাজল, সঙ্গী রণিত রায়

ABOUT THE AUTHOR

...view details