বোলপুর, 31 মার্চ:'মা' ছবির শুটিঙে বোলপুরে পা রেখেছেন বলিউডের হার্টথ্রব কাজল । সেখানে 'মা' ছবির শ্যুটিং হবে আটদিন ধরে ।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে, এই ছবির শ্যুটিঙের জন্য কলকাতায় আসবেন কাজল । শুটিং হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে । অভিনেতা রণিত রায়ের সঙ্গে শুক্রবার শহরে এসেছেন অভিনেত্রী ।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া । ছবিটির প্রযোজনা করছেন অজয় দেবগন । গত বছর এই ছবির জন্য বোলপুরে রেইকি সেরে গিয়েছিলেন অজয় দেবগন স্বয়ং ।
উল্লেখ্য, সম্প্রতি ‘দ্য ট্রায়াল’ -এর মাধ্যমে ওটিটি-তে আত্মপ্রকাশ ঘটেছে 49 বছর বয়সি এই অভিনেত্রীর । বড় পর্দায় বেশ অনেকদিনের বিরতি ছিল তাঁর । অজয় দেবগনের প্রযোজনায় এবং বিশাল ফুরিয়ার পরিচালনাতেই এ বার ভয়ের ছবি ‘মা’ নিয়ে প্রত্যাবর্তন ঘটছে তাঁর । এই প্রথম কোনও ভৌতিক গল্পে অভিনয় করতে চলেছেন কাজল ।
বাঙালি পরিচালক সোমু মুখোপাধ্যায় ও তনুজার কন্যা কাজল । যদিও কাজলের বেড়ে ওঠা মুম্বই শহরেই । বিয়ে করেছেন মরাঠি পরিবারের ছেলে অজয় দেবগনকে । কলকাতায় কাজলের নিত্য যাতায়াত । শেষবার ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি । এ বার কলকাতায় নেমেই অভিনেত্রী রওনা দিয়েছেন বোলপুরের উদ্দেশে ।
সূত্রের খবর, আগামী 6 এপ্রিল পর্যন্ত শান্তিনিকেতনের সোনাঝুরির হাট-সহ বেশকিছু জায়গায় শুটিং হবে 'মা' ছবির । এও জানা গিয়েছে যে, 7 এপ্রিল কলকাতায় ফিরবেন অভিনেত্রী । তারপরেই হয়তো ফিরবেন নিজের শহরে ।
প্রসঙ্গত, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী কাজল । নব্বইয়ের দশকে ইন্ডাস্ট্রিতে এক প্রকার রাজত্ব করেছেন এই তিনি ৷ ইন্ডাস্ট্রিতে 31 বছর পার করে ফেলেছেন ‘বাজিগর’ খ্যাত এই নায়িকা । ‘কুছ কুছ হোতা হ্যায়’, 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' থেকে শুরু করে 'মাই নেম ইজ খান', 'কভি খুশি কভি গম', দিলওয়ালে' - তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে । কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই সহ-অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন কাজল । বিয়ের পর কেরিয়ার বাঁচবে তো ? এই নিয়ে বেশ সন্দিহান ছিলেন অভিনেত্রী। কারণ তখন বিবাহিত অভিনেত্রীদের কাস্ট করতে বেশ ভয়ই পেতেন প্রযোজকেরা । এখন অবশ্য সেই দিন অতীত ।
আরও পড়ুন:
- 20 কোটিতে খাতা খুলল 'ক্রিউ', ইতিহাসে টাবু-করিনার ছবি
- জন্মদিনে পার্টিতে নিক-প্রিয়াঙ্কা, দিদি-জিজুকে নিয়ে আপ্লুত বোন
- 'নো এন্ট্রি'র সিক্যুয়েলে এন্ট্রি কাদের, সামনে এল তারকাদের নাম