পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বাঙালি সাজে রণিত, চারশো বছরের পুরনো জমিদার বাড়িতে ছবির শুটিংয়ে কাজল - KAJOL NEW FILM - KAJOL NEW FILM

Kajol-Ronit New Movie: 29 বছর পর স্ক্রিন শেয়ার করছেন কাজল ও রণিত রায় ৷ শুটিং চলছে 'মা' ছবির ৷ আউসগ্রামে এক জমিদার বাড়িতে শুটিং দেখতে ঢল গ্রামবাসীদের ৷

Etv Bharat
পুরনো জমিদার বাড়িতে 'মা' ছবির শুটিং

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 10:53 PM IST

বীরভূম ও বর্ধমান, 6 এপ্রিল: বাংলায় ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কাজল ও রণিত রায় ৷ 5 দিন ধরে বীরভূম ও বর্ধমান সীমান্তে 400 বছরের প্রাচীন কালিকাপুর জমিদার বাড়িতে দুই অভিনেতাই ব্যস্ত শুটিংয়ে ৷ সোশাল মিডিয়ায় রণিতের পাশাপাশি কাজলও শেয়ার করেছেন ছবি ৷ পাশাপাশি সামনে এসেছে রণিত রায়ের লুকও ৷

কিছুদিন আগেই শান্তিনিকেতনে সতীপীঠ কঙ্কালিতলায় পুজো দেন অভিনেতা রণিত রায় ৷ সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ শনিবার কাজলও শেয়ার করেন একটি ছবি ৷ ক্যাপশনে লেখেন, "শান্ত হওয়ার আগে ঝড়ের মতো পরিস্থিতি ৷" ছবিতে দেখা যায় কাজল মেক-আপ করতে বসেছেন ৷ চারিদিকে রাখা নানা সরঞ্জাম ৷ অন্যদিকে, ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়েছে রণিতের রাজবেশ ৷ অর্থাৎ জমিদার বাড়িতে সাদা রঙের পাজামা-পাঞ্জাবিতে রণিতকে দেখা গেল জমিদার মেজাজেই ৷ গ্রামবাসীদের মধ্যে থেকে অনেককেই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য নেওয়া হয়েছে। পুলিশি নিরাপত্তায় শুটিং করছেন কাজল ও রণিত।

বেশ কয়েকদিন ধরেই 'মা' ছবির শ্যুটিংয়ের জন্য বাংলায় রয়েছেন কাজল ৷ ছবিটি প্রযোজনা করছে অজয় দেবগণের প্রোডাকশন হাউস ৷ ছবিটি পরিচালনা করছেন বিশাল ফুরিয়া ৷ 'মা'-এর হাত ধরেই 'হরর' ছবিতে আত্মপ্রকাশ করছেন কাজল ৷ বীরভূম জেলা ও পূর্ব বর্ধমান জেলার সীমানা আউসগ্রামে কাঁকসার জঙ্গলের ভিতরে একটি গ্রাম রয়েছে ৷ এই গ্রামে প্রায় 400 বছরের প্রাচীন কালিকাপুর জমিদার বাড়ি রয়েছে। যা ভগ্নপ্রায়। এই বাড়িতেই 5 দিন ধরে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত বলিউড অভিনেত্রী কাজল ও রণিত রায় ৷ চলতি বছরের শেষেই এই ছবি মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, 1995 সালে আনিস বাজমী পরিচালিত 'হালচাল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অজয় দেবগণ, কাজল ও রণিত রায় ৷ তবে জুটিতে প্রথমবার পর্দায় আসছেন কাজল ও রণিত ৷ এই মুহূর্তে ছবির বাকি বিষয় নিয়ে গোপনিয়তা বজায় রেখেছে গোটা টিম ৷ তবে সূত্রের খবর, শান্তিনিকেতনের পর কলকাতাতেও শুটিং করবেন কাজল ৷ সম্ভবত, 8 তারিখ কাজল কলকাতায় শুটিং করতে পারেন বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details