কলকাতা, 13 মে: 'নয়ন রহস্য'র জট সবে খুলেছে ফেলুদার কল্যাণে। এরই মাঝে শহরে নতুন গোয়েন্দার আগমন। জুলাইতেই শহরে আসছেন নতুন গোয়েন্দা ৷ তিনি অরণ্য চট্টোপাধ্যায়। সাংবাদিক তথা পরিচালক দুলাল দে'র প্রথম ছবি 'অরণ্যর প্রাচীন প্রবাদ' আসছে জুলাইতে।
দুলাল দে বলেন, " সাংবাদিক হিসেবে তিনটে ফুটবল বিশ্বকাপ দেখে নিয়েছি । অনেক মানুষের সঙ্গেই আলাপ হয়েছে সেই সুবাদে। কত ধরনের গল্প রয়েছে তাঁদের জীবনে। সেই সব গল্প মাথায় ঘুরপাক খায় । কিন্তু বলার জায়গা নেই । মনে হল, সিনেমাই ভালো পথ।" জিতু ইটিভি ভারতকে জানিয়েছেন, "আমার রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেট ৷ সেই কারণেই এই ছবিটা করতে আসা। এখানে ক্রিকেট খেলার সুযোগ রয়েছে।"
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। তাঁর নামই অরণ্য চট্টোপাধ্যায়। অরণ্য একদিকে ডাক্তারির ছাত্র, অন্যদিকে সে ভালো ক্রিকেট খেলে ৷ পেশাদার গোয়েন্দা নয়। কিন্তু রহস্য খুঁজতে ভালোবাসেন তিনি। ঘটনাচক্রে একটি রহস্যের মধ্যে জড়িয়ে পড়ে সে। ছবিতে ক্রিকেট খেলা একটা বড় ভূমিকা নিয়েছে। এই খেলা রহস্যের জট খুলতে তাকে কীভাবে সাহায্য করে সেটাও স্পষ্ট দেখানো হবে ছবিতে।
গল্পের দিকে তাকালে দেখা যায়, রহস্য অনুসন্ধানের কাহিনি লেখেন অরণ্য চট্টোপাধ্যায়ের জামাইবাবু সুদর্শন হালদার ৷ এই সুদর্শনের চরিত্রে শিলাজিৎ৷ সুদর্শন হালদার একজন সিআইডি ইন্সপেক্টর ৷ রানাঘাটের পটভূমিকায় তৈরি হয়েছে গল্প ৷ এক চিকিৎসকের মৃত্যু হয় সেখানে ৷ অরণ্য সেখানে গিয়ে জড়িয়ে পড়েন খুনের রহস্যের সঙ্গে ৷ মৃত্যুর আগে চিকিৎসক কিছু প্রবাদ লিখে রাখেন ৷ সেগুলির মাধ্যমেই রহস্যের সমাধান করেন অরণ্য চট্টোপাধ্যায় ৷ সেই থেকেই নাকি ছবির নাম 'অরণ্যর প্রাচীন প্রবাদ' ৷