পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হাতে মাইক, গান করছেন জয়া, মনের দরজা কার জন্য খোলা রাখছেন? - DIL KA DARWAAZA KHOL NA DARLING

দীর্ঘ সময় পর সিলভার স্ক্রিনে দেখা যাবে অভিনেত্রী জয়া বচ্চনকে ৷ সামনে এল 'দিল কা দরওয়াজা খোল না ডার্লিং' ছবির প্রথম পোস্টার ৷

Jaya Bachchan
ফ্যামিলি-ড্রামা ছবিতে জয়া বচ্চন (আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 8:00 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: বিগত বেশ কিছুটা সময় ধরেই রাজনীতির ময়দানে ব্যস্ত ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন ৷ দীর্ঘ সময় পর তাঁকে দেখা যাবে সিলভার স্ক্রিনে ৷ আসছে 'দিল কা দরওয়াজা খোল না ডার্লিং' ৷ প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক ৷

ছবিতে দেখা গিয়েছে হাসি মুখে, মাইক হাতে গান করছেন জয়া বচ্চন ৷ জানা গিয়েছে, ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোয়াতে ৷ ছবি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "ভালোবাসা ও হাসির দরজা খোলা হচ্ছে ৷ দিল কা দরওয়াজা খোল না ডার্লিং প্রেক্ষাগৃহে আসবে 2025 সালে ৷ আপনি কি প্রস্তুত বন্ধ দরজা খোলার জন্য ?" ছবি পরিচালনা করছেন বিকাশ বহেল ৷ জয়া বচ্চনের পাশাপাশি মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ওয়ামিকা গাব্বি ৷ সিদ্ধান্ত নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ছবির ঘোষণা করেছেন ৷

প্রথম ছবিতে দেখা গিয়েছে, স্টেজে বসে মাইক হাতে গান করছেন জয়া ৷ কালো রঙের লং স্কার্টে সঙ্গে সাদা রঙের শার্ট জয়ার পরনে ৷ সঙ্গে ম্যাচিং স্কার্ফ ৷ তাঁর পিছনে ওয়ামিকা-সিদ্ধান্তকে দেখা গিয়েছে নাচের পোজে ৷ রেড শার্ট ও জিনসে গল্লিবয় খ্যাত তারকাকে লাগছে বেশ স্টাইলিশ ৷ অন্যদিকে, ভাইব্রেন্ট মাল্টি কালার ড্রেসে ওয়ামিকার উপস্থিতি সূর্যের মতো উজ্জ্বল ৷ ছবিটি প্রযোজনা করছে টিপস ফিল্মস, বাওয়েজা স্টুডিয়ো ও জাম্পিং টমেটো স্টুডিয়ো ৷ এই ছবিতে প্রথমবার ওয়ামিকার সঙ্গে জুটি বেঁধেছেন সিদ্ধান্ত ৷

অন্যদিকে, জয়া বচ্চনকে শেষ দেখা গিয়েছে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ৷ 2023 সালে মুক্তি পায় রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অভিনীত এই ছবি ৷ যেখানে জয়াকে দেখা গিয়েছে ধনলক্ষ্মী রান্ধাওয়া অর্থাৎ রকির (রণবীর সিং) ঠাকুমার চরিত্রে ৷

ABOUT THE AUTHOR

...view details