পশ্চিমবঙ্গ

west bengal

'মুখ্যমন্ত্রীর নির্যাতিতার সুবিচার নিয়েও কিছু বলা উচিত'- ইশা সাহা - RG Kar Doctor Rape and Murder

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 5:09 PM IST

Ishaa Saha on Kolkata Doctor Rape and Murder Case: সোমবারই রাজ্যবাসীকে উৎসবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরজি কর ঘটনায় নির্যাতিতার বিচার এখনও অধরা ৷ এই অবস্থায় ন্যায়বিচার ও দুর্গাপুজো নিয়ে কী ভাবছেন অভিনেত্রী ইশা সাহা?

Ishaa Saha on Kolkata Doctor Rape and Murder Case
আরজি কর প্রসঙ্গে ইশা সাহা (সোশাল মিডিয়া)

দুর্গাপুর, 10 সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হলেও পুজোর সেই গন্ধ এবার উধাও। চারিদিকে এখন আরজি করের মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের সুবিচারের জোরালো দাবি। মঙ্গলবার দুর্গাপুরে একটি প্রখ্যাত স্বর্ণ বিপনিতে এসে টলিউড অভিনেত্রী ইশা সাহা আর একবার মুখ খুললেন নির্যাতিতার বিচার চেয়ে ৷

আরজি কর নিয়ে ফের সরব ইশা সাহা (ইটিভি ভারত)

এদিন তিনি বলেন, "এবার পুজোর সেই উৎসাহ উধাও কলকাতায়। সকল রাজ্যবাসী এখন আরজি করের ঘটনার জন্য সুবিচারের দাবিতে সোচ্চার। সবাই একেবারে মনমরা।" গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে সকলকে উৎসবে ফিরে আসার আহ্বান করেন ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, "জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরুন দ্রুত এবং আমজনতা দুর্গাপুজোর আয়োজনে ফিরে আসুন।"

এই বিষয়ে অভিনেত্রী বলেন, "মুখ্যমন্ত্রী হিসাবে উনি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করেছেন তা ঠিক করেছেন। তবে নির্যাতিতার সুবিচারের দাবিতে যাঁরা সরব তা নিয়েও কিছু বলুন।" এরপরেই ইশা সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বলেন, "শীর্ষ আদালতের রায় নিয়ে আমার কিছু বলার নেই। কারণ সুপ্রিম কোর্টে এই ঘটনার আসল মামলার শুনানি হবে না। তা হবে লোয়ার কোর্টে। তাই আমার নজর আছে সেই দিকেই।"

আসন্ন দুর্গোৎসব নিয়ে বলতে গিয়ে ইশা জানান, এবার পুজোর কোনও গন্ধ নেই কলকাতাতে। সবাই অত্যন্ত বিষন্ন। এই ঘটনায় মন খারাপ সবার। পাশাপাশি তিনি আরও জানান, বাঙালির রক্তে রাজনীতি। সুতরাং সবকিছুতেই যে রাজনীতি মিশে যাবে এটাই স্বাভাবিক। এবার দুর্গোৎসব যে অনেকটাই ম্লান হয়ে পড়বে আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে তা স্পষ্ট করে দিলেন টলিউড অভিনেত্রী ইশা সাহা।

ABOUT THE AUTHOR

...view details