হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: আজ সোহা আলি খান ও কুণাল খেমুর মেয়ে ইনায়ার জন্মদিন ৷ মিষ্টি কয়েকটি ছবির মিশেল দিয়ে মামী করিনা কাপুর খান জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভাগ্নী ইনায়াকে ৷ ইনস্টাগ্রামে রবিবার ছেলে তৈমুর এবং জেহের সঙ্গে ইনায়ার বেশকিছু ছবি শেয়ার করেছেন সইফ-ঘরণী ৷ পতৌদি পরিবারের দুই ছোট পুত্রকে বোনের সঙ্গে তাঁর এই বিশেষ দিনটি উদযাপন করতে দেখা গিয়েছে ছবিতে ৷ তিন ভাই-বোনের মধুর ভালোবাসার মুহূর্তগুলি ছবিতে ধরা পড়েছে, যা করিনার অনুরাগীদের মন জয় করে নিয়েছে ৷
প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ইনায়া একটি সুন্দর গোলাপী ফ্রক পরে রয়েছে এবং ছোট্ট জেহকে সে কোলে তোলার চেষ্টা করছে ৷ অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, তৈমুর-সহ তিন ভাই-বোন একসঙ্গে হাসছে । তৃতীয় ছবিটি সবচেয়ে সুন্দর ৷ করিনা এবং সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে তোলা ছবিটিতে রাজকুমারীর মতো লাগছে ইনায়াকে ৷ গায়ে বেগুনী রঙের ফ্রক ও মাথায় একটি মুকুট পরে রয়েছে সে ৷ ছবিতে জেহ'র হাত ধরে দাঁড়িয়ে রয়েছে ইনায়া ।