পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

ETV Bharat / entertainment

পায়ে বুলেটের গভীর ক্ষত, 8-10টা সেলাই, কেমন আছেন গোবিন্দা? - Govinda hospitalized

Sunita on Govinda Health Update: বলিউড অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দার স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন স্ত্রী সুনীতা আহুজা ৷ মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন 'হিরো নম্বর 1' ৷

Sunita on Govinda Health Update
কেমন আছেন গোবিন্দা? (ইটিভি ভারত)

মুম্বই, 2 অক্টোবর: ভুলবশত নিজের পায়ে গুলি করে বসেন অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসক রমেশ আগরওয়ালের তত্ত্বাবধানে অভিনেতার অস্ত্রোপচার হয় ৷ ইতিমধ্যেই অভিনেতার পায়ে ঢুকে যাওয়া বন্দুকের গুলির ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা কেমন, সংবাদমাধ্যমে জানালেন স্ত্রী সুনীতা আহুজা ৷

গোবিন্দের স্ত্রী সুনীতা বলেন, "উনি ভালো আছেন। আমরা গোবিন্দাকে জেনারেল ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে। তিনি গতকালের চেয়ে অনেক ভালো আছেন। পরশু অর্থাৎ শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হবে। সকলের প্রার্থনায় তিনি সুস্থ হয়েছেন। তাঁর অনেক অনুরাগী রয়েছেন, তাঁদের প্রার্থনা ও ভালোবাসার জোরে তিনি বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ৷ আমি সেই সকল অনুরাগীদের জানাতে চাই আতঙ্কিত হবেন না, তিনি ভালো আছেন। ভুলবশত নিজের রিভলবার দিয়ে পায়ে গুলি লেগে যাওয়ার পর গতকাল গোবিন্দাকে এখানে ভর্তি করা হয়।"

চিকিৎসকের প্রতিক্রিয়া
ডাঃ আগরওয়াল সংবাদমাধ্যমকে বলেন, "পায়ে রিভলবারের গুলি আটকে গিয়েছিল ৷ তবে আমরা বড় কোনও জটিলতা ছাড়াই অস্ত্রোপচারের পর সেটা বের করতে সক্ষম হয়েছি ৷ অভিনেতার পায়ে 8-10টার মতো সেলাই পড়েছে। গোবিন্দার শারীরিক অবস্থার কালকের থেকে ভালো ৷ খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷"

গুলির ছবি ভাইরাল
অন্যদিকে, গোবিন্দা পায়ে যে বুলেট ঢুকে গিয়েছিল, সেই ছবি ভাইরাল নেটপাড়ায় ৷ অস্ত্রোপচারের পর বাইরে রাখা গুলির ছবি কোনওভাবে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ যা দেখে উদ্বিগ্ন হন অনুরাগীরা ৷ যদিও ইটিভি ভারত বুলেটের সেই ছবির সত্যতা যাচাই করেনি ৷

প্রসঙ্গত, গোবিন্দার সঙ্গে দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে ৷ 60 বছর বয়সী অভিনেতা গোবিন্দ একটি প্রোগ্রামে কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাথমিক রিপোর্ট অনুসারে, গোবিন্দ তাঁর প্রাইভেট রিভলভারটি আলমারিতে রাখার চেষ্টা করছিলেন ৷ সেই সময় নাকি আচমকাই রিভলবার হাত থেকে পড়ে যায় ৷ ঘটনাক্রমে রিভলবার থেকে গুলি সটান অভিনেতার পায়ে গিয়ে লাগে ৷ তখনই অভিনেতাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় ৷ খবর পেয়ে গোবিন্দাকে হাসপাতালে দেখতে যান কৃষ্ণার স্ত্রী কাশ্মীরা-সহ আরও অনেকে ৷ ফোন করে গোবিন্দার স্বাস্থ্যের খবর নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷

ABOUT THE AUTHOR

...view details