পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গুগল সার্চে দ্বিতীয় স্থানে 'কল্কি 2898 এডি', প্রথম স্থানে ট্রেন্ড করল কোন ছবি? - GOOGLE YEAR IN SEARCH 2024

গুগলে কোন সিনেমার সার্চ বেশি করেছেন সাধারণ মানুষ তার তালিকা প্রকাশ করল গুগল ৷ প্রভাসের 'কল্কি 2898 এডি' রয়েছে দ্বিতীয় স্থানে ৷

Google year in search 2024 cinema
গুগল সার্চে টপ 10 সিনেমার তালিকায় কারা কারা (আইএএনএস/মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 10, 2024, 7:57 PM IST

হায়দরাবাদ, 10 ডিসেম্বর:বর্তমানে জেনজি গুগল ছাড়া অচল ৷ সিনেমা হোক বা খেলা, বিনোদন হোক বা রান্না, হাতের কাছে গুগল সার্চে নিমেষে মিলে যায় সমাধান ৷ সেই গুগলে দর্শকরা কোন সিনেমার সার্চ সবচেয়ে বেশি করেছেন এই বছর, তালিকা প্রকাশ করা হয়েছে ৷

2024 সালে গুগল সার্চে সেরা 10টি সিনেমার তালিকায় রয়েছে কোন কোন ছবি রইল তালিকা ৷ আশ্চর্যের বিষয়, এই তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন অভিনীত সায়েন্স ফিকশন 'কল্কি 2898 এডি'। প্রথম স্থান ধরে রাখল মহিলা প্রধান এই ছবি ৷

গুগল সার্চে টপ 10-এর তালিকা (গুগল)

2024 সালের গুগলের সবচেয়ে ট্রেন্ডিং ছবির তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর, রাজ কুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'স্ত্রী 2' ৷ মহিলা প্রধান এই ছবি গুগল সার্চে ছাপিয়ে গিয়েছে 'কল্কি'-কে। বিক্রান্ত ম্যাসির 'টুয়েলভথ ফেল' রয়েছে তালিকার তৃতীয় স্থানে ৷

গুগলে এই বছরের সবচেয়ে বেশি সার্চ করা ট্রেন্ডিং সিনেমার তালিকা

1. স্ত্রী 2

2. কল্কি 2898 এডি

3. 12th ফেল

4. লাপাতা লেডিজ

5. হনুমান

6. মহারাজা

7. মনজুম্মেল বয়েজ

8. দ্য গ্রেটেস্ট অফ অল টাইম (গোট)

9. সালার

10. আবেশম

2024 সালে বক্সঅফিসে 'স্ত্রী 2' ছবির বড় সাফল্য

গুগল সার্চ অনুযায়ী 2024 সাল শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের 'স্ত্রী 2'-র নামে করা যায়। বক্সঅফিসে ব্যাপক আয়ের পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়েছে এই ছবি ৷ গুগল সার্চে সেরা 10টি ট্রেন্ডিং সিনেমার তালিকায় এক নম্বর স্থান অর্জন করেছে 'স্ত্রী 2'। এই ছবির সঙ্গেই মুক্তি পায় অক্ষয় কুমারের 'খেল খেল মে' এবং জন আব্রাহামের 'বেদা' ৷ কিন্তু সব ছবিকে ছাপিয়ে যায় 'স্ত্রী 2' ৷ আয় করে 600 কোটি টাকা ৷ দীনেশ ভিজন পরিচালিত ছবিতে শ্রদ্ধা ছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী।

ABOUT THE AUTHOR

...view details