হায়দরাবাদ, 10 ডিসেম্বর:বর্তমানে জেনজি গুগল ছাড়া অচল ৷ সিনেমা হোক বা খেলা, বিনোদন হোক বা রান্না, হাতের কাছে গুগল সার্চে নিমেষে মিলে যায় সমাধান ৷ সেই গুগলে দর্শকরা কোন সিনেমার সার্চ সবচেয়ে বেশি করেছেন এই বছর, তালিকা প্রকাশ করা হয়েছে ৷
2024 সালে গুগল সার্চে সেরা 10টি সিনেমার তালিকায় রয়েছে কোন কোন ছবি রইল তালিকা ৷ আশ্চর্যের বিষয়, এই তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন অভিনীত সায়েন্স ফিকশন 'কল্কি 2898 এডি'। প্রথম স্থান ধরে রাখল মহিলা প্রধান এই ছবি ৷
2024 সালের গুগলের সবচেয়ে ট্রেন্ডিং ছবির তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর, রাজ কুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'স্ত্রী 2' ৷ মহিলা প্রধান এই ছবি গুগল সার্চে ছাপিয়ে গিয়েছে 'কল্কি'-কে। বিক্রান্ত ম্যাসির 'টুয়েলভথ ফেল' রয়েছে তালিকার তৃতীয় স্থানে ৷
গুগলে এই বছরের সবচেয়ে বেশি সার্চ করা ট্রেন্ডিং সিনেমার তালিকা
1. স্ত্রী 2
2. কল্কি 2898 এডি
3. 12th ফেল
4. লাপাতা লেডিজ