হায়দরাবাদ, 29 জানুয়ারি:বক্স অফিসে চালিয়ে খেলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফিল্ম ফাইটার । ভারতীয় বিমান বাহিনীর অফিসার হিসেবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের এয়ারিয়াল অ্যাকশন 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে ৷ মুক্তির মাত্র চতুর্থ দিনেই এই ছবি দেশের বাজারে 100 কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত তাদের আয় হয়েছে আনুমানিক 118 কোটি টাকা ৷
ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের রিপোর্ট বলছে, শুধুমাত্র রবিবারই ফাইটার প্রায় 28.5 কোটি টাকা আয় করেছে ৷ শনিবারের পরিসংখ্যানও নেহাত কম ছিল না ৷ সে দিন দেশের বাজারে টিম ফাইটারের ঘরে ঢোকে 27.5 কোটি টাকা ৷ অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়ও রয়েছে এই ফিল্মে ৷ রবিবারের আয়ে হিন্দি বলয়ের সংস্করণের সংগ্রহ 31.56 শতাংশ ৷ সন্ধের শোয়ের আয় 43.38 শতাংশে পৌঁছেছে । চেন্নাইয়ে সর্বোচ্চ 63.75 শতাংশ এবং জয়পুরে 39 শতাংশ আয় হয়েছে ৷
সিদ্ধার্থ আনন্দের ফাইটারে বলা হয়েছে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া (হৃতিক রোশন), স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর (দীপিকা পাড়ুকোন) এবং গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (অনিল কাপুর) এবং অভিজাত ভারতীয় বিমান বাহিনীর ইউনিট এয়ার ড্রাগনদের গল্প ৷ শ্রীনগর উপত্যকায় প্রতিকূল পরিবেশের পরিস্থিতিকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে ৷