কলকাতা, 15 সেপ্টেম্বর: হ্যাক হল ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল । শনিবার রাতে জনৈক ব্যক্তি হ্যাক করে নেন ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল । আর তা জানার পর থেকেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায় । কারণ হ্যাক হওয়া সেই প্রোফাইলে পোস্ট হতে থাকে এমন সব লেখা, যেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নীর আত্মার শান্তিও কামনা করা হয় ।
নৃত্যশিল্পীর প্রোফাইল হ্যাক করে কী কী পোস্ট ?
ডোনা গঙ্গোপাধ্য়ায়ের ফেসবুকের পাতা থেকে একটি পোস্টে লেখা 'পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা'৷ আবার কোনওটায় লেখা, 'শান্তিতে ঘুমাও বোন ডোনা'। একটি পোস্টে আবার লেখা হয়েছে, এক দুর্ঘটনায় নাকি 'প্রাণ হারিয়েছেন' ওডিশি নৃত্যশিল্পী । তবে এই সবকটি পোস্টই করা হয়েছে ইংরেজি হরফে, কিন্তু অন্য ভাষায় । ভাষাটি বাংলা, হিন্দি বা ইংরেজি নয় । এখানেই শেষ নয়, রাতের দিকে অর্ধনগ্ন মহিলাদের ছবিও পোস্ট করা হতে থাকে ডোনার ফেসবুক প্রোফাইল থেকে ।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে যোগাযোগ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য । এ ব্যাপারে ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোনে সাড়া মেলেনি ৷ এই মুহূর্তে ডোনার সেই হ্যাক হওয়া প্রোফাইল থেকে মুছে গিয়েছে সব বিতর্কিত পোস্ট । এর আগেও হ্যাক করা হয়েছিল তাঁর ফেসবুক প্রোফাইল ।
প্রসঙ্গত, সম্প্রতি আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ আন্দোলনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় মুখ ফসকে বলেছিলেন, "রেপ-টেপ তো সব জায়গাতেই হয়…!কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে ? বাংলার সব মানুষরা যেভাবে একত্রিত হয়ে প্রতিবাদ করছে, এটা একটা বিরাট ব্যাপার ।" তাঁর এই 'রেপ-টেপ' মন্তব্য নিয়ে ওঠে সমালোচনার ঝড় ৷ খবরের শীর্ষে উঠে আসেন সৌরভ-পত্নী । তাঁর অনভিপ্রেত শব্দ কানে বাজে সকলের । যার প্রতিবাদে উত্তাল হয় নেটপাড়া । নিজের বক্তব্যের সপক্ষে ডোনা নানা যুক্তি দিলেও তাঁর ক্ষমা করতে পারেননি অনেকেই ৷
আত্মপক্ষ সমর্থনে নিজের ফেসবুক স্টোরিতে সৌরভ-পত্নী লেখেন, "আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যাসন্তানের মা । আমি পাগল নই যে, রেপ-কে সমর্থন করব । বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি । আমি বলেছি, আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি । যদি মহিলা সাংবাদিকরা আমার কথার ভুল অর্থ বের করেন, তাহলে আমরা কী করে একটা আদর্শ সমাজ গড়ব, যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে, খুব দুঃখের !! আর যদি আপনাদের মনে হয় যে, সঠিক উদ্দেশ্য নিয়ে চলা একজন মহিলাকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন ।"