হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: প্রতিবাদের ভাষা যেমনই হোক না কেন মুখরোচক কোনও খবর দ্রুত ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ অনেক সময় খবরের গভীরে না গিয়ে গড্ডালিকা প্রবাহের মতো বেশ কিছু নেটিজেন স্রোতে গা ভাসিয়ে দেন ৷ আর এই বিষয়টাই সমাজের জন্য ভালো নয় বলে মনে করছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ নেটপাড়ায় লন্ডনে শিল্পীর নাচের অনুষ্ঠান বাতিলের একটি মেলের ছবি ভাইরাল হয়েছে ৷ বেঙ্গলি কালচারাল সোসাইটির সেই মেল দেখে অনেকে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ৷ আরজি কর আবহে উদাহরণ তৈরি হচ্ছে, এমন মন্তব্যও করেছেন অনেকে ৷ এই বিষয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় শিল্পী ডোনার সঙ্গে ৷
তিনি বলেন, "বেঙ্গলি কালচারাল সোসাইটি সেলিব্রেট করতে চায়নি ৷ আমরাও বিষয়টাতে সম্মতি জানিয়েছি ৷ মিউচুয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যাঁরা উৎসব করতে চান তাঁরা করছেন ৷ যাঁরা চাইছেন না তাঁরা করছেন না ৷দীক্ষামঞ্জরীর তরফে রবীন্দ্র সদনেও একটা প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে ৷ তা নৃত্যের মাধ্যমে পরিবেশন হবে ৷ মা আসছেন ৷ তাঁর কাছে আমাদের প্রার্থনা তো এটাই দুষ্টের দমন হোক ৷ যারা বাজে কাজ করে তারা যেন শাস্তি পায় ৷ যাতে আমরা পাপ মুক্ত সমাজ পাই ৷ যাতে সমাজে পজিটিভিটি থাকে, নেগেটিভিটি ধুয়ে যায় ৷ সমাজে একে অপরকে সম্মান করাটাও জরুরী ৷ এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক ৷ থ্রেট কালচার যাতে বন্ধ হয়, সবকিছু নিয়ে আমাদেরও প্রতিবাদ রয়েছে ৷"
ইংল্যান্ডে অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে ডোনা আরও বলেন, " যাঁরা অনুষ্ঠান বাতিল করবেন ভেবেছেন তাঁরা করেছেন, আবার যাঁরা ভাবছেন অনুষ্ঠান করবেন, আমাকে ওনাদের সঙ্গে মিলিত করে দেবীর কাছে প্রার্থনায় সামিল হবেন, তাঁরা অনুষ্ঠান বাতিল করেননি ৷ তাঁদের সঙ্গে আমি আছি ৷ এইভাবেই আমার প্রতিবাদ জানাবো ৷ প্রার্থনা তো একটা সুস্থ, স্বাভাবিক সমাজের ৷ ব্যক্তিগতভাবে আমার মনে হয় লোকে এখান থেকে মুখরোচক খবর বার করার চেষ্টা করছেন ৷এখানে কিন্তু মুখরোচক খবর নেই ৷ এটা সিম্পল অ্যান্ড ক্লিন ৷ এই যে লোকেরা যার তার নামে যা খুশি বলছেন, এটা বন্ধ হওয়া উচিত ৷ এটা যদি বন্ধ না হয়, সমাজ কীভাবে উন্নত হবে ? আমরা কী করে পজিটিভ সমাজ পাব?"