কলকাতা, 28 ফেব্রুয়ারি: দু'সপ্তাহ টানা চিকিৎসকদের অধীনে থাকার পর বুধবার বাড়ি ফিরলেন প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক প্রভাত রায় । তাঁর কন্যাসম একতা ভট্টাচার্য বুধবার নিজেই সোশাল মিডিয়ায় এই স্বস্তির খবর দেন । স্বাভাবিকভাবেই এই খবরে খুশি পরিচালকের হিতাকাঙ্খীরা । একতা লিখেছেন, "দু'সপ্তাহের কঠিন লড়াইয়ের পর আজ আমার বাবি প্রভাত রায়কে বাড়িতে নিয়ে আসতে পেরেছি ।" যে সকল চিকিৎসকের অধীনে পরিচালক ভর্তি ছিলেন তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন একতা ।
উল্লেখ্য, প্রভাত রায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ডাঃ সুরেশ ছোরারিয়া (ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ডাঃ জয়ন্ত বসু (নেফ্রোলজিস্ট), ডাঃ সুস্মিতা দেবনাথ, (ক্রিটিক্যাল কেয়ার), ডাঃ প্রসূন মিত্র (জেনারেল মেডিসিন)র অধীনে ভর্তি ছিলেন । পরিচালকের কন্যাসম একতা আরও জানিয়েছেন যে, সারাজীবন ডায়ালিসিস প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলতে হবে তাঁকে । এই মুহূর্তে, বাবির একমাত্র ইচ্ছা হল তাঁর মেয়ের সঙ্গে আরও বেশি সময় কাটানো । আমিও সেই সব দিনের জন্যই অপেক্ষা করে আছি ।