পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত গৌতম ঘোষের 'রাহগির- দ্য ওয়েফারার্স', সম্মানিত পরিচালক - গৌতম ঘোষ

Director Goutam Ghose Film: পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল গৌতম ঘোষের হিন্দি ছবি রাহগির- দ্য ওয়েফারার্স' । এই ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম, নীরজ কবি, ওমকারদাস মানিকপুরী । চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি ৷

Director Goutam Ghose Film
গৌতম ঘোষের ছবি

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 10:13 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হল গৌতম ঘোষ পরিচালিত 'রাহগির- দ্য ওয়েফারার্স'। 'এম এস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি', কঙ্গনা রানাউত অভিনীত 'সিমরান'-এর প্রযোজক অমিত আগরওয়ালের প্রযোজনা সংস্থা আদর্শ টেলিমিডিয়ার ব্যানারে এসেছে 'রাহগির- দ্য ওয়েফেরার্স'। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের হাতে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম, নীরজ কবি, ওমকারদাস মানিকপুরী । মঙ্গলবার পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রদর্শন হয় । আর সেখানে বহুল প্রশংসিত হয় ছবিটি ।

'রাহগির - দ্য ওয়েফারার্স' হল দারিদ্র্য-পীড়িত অপরিচিতদের মধ্যে সাক্ষাতের একটি আবেগমথিত চিত্র, যার সমাধানে নতুন অর্থনৈতিক সুযোগ খুঁজতে, পায়ে হেঁটে ভারতবর্ষের মতো বিশাল দেশ পাড়ি দিতে হয় । চলচ্চিত্রটি সংকটের সময়ে মানুষের সহানুভূতির একটি গল্প বলে । তিনটি চরিত্র এবং তাদের জীবিকার সন্ধানে যাত্রার মাধ্যমে একে অপরের সঙ্গে যে সম্পর্ক তৈরি করে তার চারপাশে গল্পটি আবর্তিত হয় । 'রাহগির - দ্য ওয়েফারার্স' ছবির শুটিং হয়েছে ঝাড়খণ্ডের রাঁচি ও নেতারহাটে ।

পরিচালক গৌতম ঘোষ বলেন, "ভারতের দরিদ্র মানুষের জীবন নিয়ে কাজ করেছে ছবিটি । যারা বনে বাস করে এবং খুব কম চাহিদার মধ্যে নিজেদের বেঁধে রাখে, তাদেরও সীমিত স্বপ্ন এবং ইচ্ছা আছে । তাদের সবচেয়ে বড় উদ্বেগ হল, দিনের খাবারটুকু জোগাড় করা । এই সিনেমা এই সত্যটিকে তুলে ধরে ৷ শত দারিদ্রের মধ্যেও তাদের মানবতা বেঁচে আছে । সিনেমাটি সেই দিকটিও তুলে ধরে ।"

প্রযোজক অমিত আগরওয়াল বলেছেন, "পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক শুধু আমাদের ছবিটি উপভোগই করেননি, তাঁরা ছবিটি সম্পর্কিত প্রাসঙ্গিক প্রশ্নও করেছেন, যা স্পষ্ট করে যে ছবিটির সঙ্গে তাঁরা জুড়ে গিয়েছিলেন । প্রেক্ষাগৃহে মুক্তির আগে আমরা ছবিটিকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি ।"

উল্লেখ্য, 'রাহগির: দ্য ওয়েফারার্স'' এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে । যার মধ্যে রয়েছে 'বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব', 'মামি - মুম্বই চলচ্চিত্র উৎসব', 'সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব', 'সিনেমা এশিয়া চলচ্চিত্র উৎসব' (আমস্টারডাম), 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব', 'আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কেরালা'।

আরও পড়ুন:

  1. রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা, সিনেমার ম্যাজিক ছড়িয়ে পড়ল সুদূর আরবে
  2. অবিকল ইন্দিরা গান্ধি! পোস্টার শেয়ার করে 'ইমার্জেন্সি'র তারিখ ঘোষণা কঙ্গনার
  3. মুক্তির অপেক্ষায় হৃতিকের 'ফাইটার', রিয়েল হিরোদের সঙ্গে সাক্ষাৎ রিল হিরোর

ABOUT THE AUTHOR

...view details