কলকাতা, 24 জানুয়ারি: পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হল গৌতম ঘোষ পরিচালিত 'রাহগির- দ্য ওয়েফারার্স'। 'এম এস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি', কঙ্গনা রানাউত অভিনীত 'সিমরান'-এর প্রযোজক অমিত আগরওয়ালের প্রযোজনা সংস্থা আদর্শ টেলিমিডিয়ার ব্যানারে এসেছে 'রাহগির- দ্য ওয়েফেরার্স'। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের হাতে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন আদিল হুসেন, তিলোত্তমা সোম, নীরজ কবি, ওমকারদাস মানিকপুরী । মঙ্গলবার পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রদর্শন হয় । আর সেখানে বহুল প্রশংসিত হয় ছবিটি ।
'রাহগির - দ্য ওয়েফারার্স' হল দারিদ্র্য-পীড়িত অপরিচিতদের মধ্যে সাক্ষাতের একটি আবেগমথিত চিত্র, যার সমাধানে নতুন অর্থনৈতিক সুযোগ খুঁজতে, পায়ে হেঁটে ভারতবর্ষের মতো বিশাল দেশ পাড়ি দিতে হয় । চলচ্চিত্রটি সংকটের সময়ে মানুষের সহানুভূতির একটি গল্প বলে । তিনটি চরিত্র এবং তাদের জীবিকার সন্ধানে যাত্রার মাধ্যমে একে অপরের সঙ্গে যে সম্পর্ক তৈরি করে তার চারপাশে গল্পটি আবর্তিত হয় । 'রাহগির - দ্য ওয়েফারার্স' ছবির শুটিং হয়েছে ঝাড়খণ্ডের রাঁচি ও নেতারহাটে ।
পরিচালক গৌতম ঘোষ বলেন, "ভারতের দরিদ্র মানুষের জীবন নিয়ে কাজ করেছে ছবিটি । যারা বনে বাস করে এবং খুব কম চাহিদার মধ্যে নিজেদের বেঁধে রাখে, তাদেরও সীমিত স্বপ্ন এবং ইচ্ছা আছে । তাদের সবচেয়ে বড় উদ্বেগ হল, দিনের খাবারটুকু জোগাড় করা । এই সিনেমা এই সত্যটিকে তুলে ধরে ৷ শত দারিদ্রের মধ্যেও তাদের মানবতা বেঁচে আছে । সিনেমাটি সেই দিকটিও তুলে ধরে ।"