পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বাড়িতে তিন মহিলা ভূতের উপদ্রব! মৃত্যুর পরের জীবন ঠিক কেমন? - BHOOTTERIKI SERIES ON HOICHOI

তিন ভূতের গল্প এবার ওয়েব সিরিজে ৷ আসছে হাস্যরসে মোড়া ভৌতিক কাহিনি 'ভূততেরিকি'- ৷ কোথায় দেখা যাবে এই সিরিজ?

Bhootteriki Web Series
মৃত্যুর পরের জীবন ঠিক কেমন? জানাবে 'ভূততেরিকি' (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 2:21 PM IST

কলকাতা, 14 নভেম্বর: ভূতেদের কি দুঃখ হয়? তেনারা কীভাবে কাটান জীবন পরবর্তী সময়? কি করে ভূত হলেন তাঁরা? ভূতেদের নিয়ে ভয় আর কৌতুহল একে অপরের সঙ্গে যুক্ত ৷ এবার সেই ভূতেদের গল্প সিরিজ আকারে ৷ ‘হইচই’ প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে ‘ভূততেরিকি’।

এই সিরিজে প্রধান চরিত্রে তিন মহিলা ভূত— ভানু, সুকুমারী এবং রাজিয়া। তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আভেরী সিংহ রায়, ঐশ্বর্য সেন এবং দীপান্বিতা সরকারকে। অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, শৌনক কুণ্ডু-সহ আরও অনেকে।

তিন মহিলা ভূতের কাণ্ড-কারখানা

গল্পের দিকে তাকালে দেখা যাবে, কলকাতা শহরের এক ঐতিহাসিক বাড়িতে থাকে তিনটি ভূত। তিন জনেই আবার নারী। তবে, তারা উঠে এসেছে ভিন্ন সময়কাল থেকে। অর্থাৎ এদের চিন্তাভাবনাতেও বিভেদ আছে। বিভিন্ন যুগ থেকে, প্রেম, ক্ষতি এবং হাসির একটি অনন্য গল্প রয়েছে এই সিরিজে। ভূতদের কথোপকথনের মাধ্যমে উঠে আসে মৃত্যুর পরের জীবন ঠিক কেমন? তা কি আগের মতোই প্রাণবন্ত? নাকি মৃত্যুতেই সব শেষ? রক্তমাংসের মানুষের থেকে ভূতেদের জীবন ঠিক কতটা আলাদা? তারই অনুসন্ধান রয়েছে আসন্ন এই ওয়েব সিরিজে।

রহস্য এবং কৌতুকে মোড়া সিরিজিটি পরিচালনা করবেন পরিচালক কৌশিক হাফিজি। গল্প, চিত্রনাট্য ও সংলাপ সবই তাঁর লেখা ৷ ওয়েব সিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। আবার ‘তালমার রোমিয়ো জুলিয়েট’ সিরিজেরও সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন অনির্বাণ। কবে থেকে স্ট্রিমিং হবে এই সিরিজের, তা ক্রমশ প্রকাশ্য।

পরিচালকের পরিচিতি

পরিচালক কৌশিকের এটাই প্রথম ওয়েব সিরিজ়। এর আগে 2022 সালে তাঁর পরিচালিত ‘নো রিফিউজ়াল’ ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। নাটকের সূত্র ধরেই অনির্বাণের সঙ্গে আলাপ কৌশিকের। এহেন গল্পের কথা অনির্বাণকে জানালে তিনি আগ্রহী হন এবং কাজটি করতে চান বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কৌশিক হাফিজি।
14 নভেম্বর থেকে বসিরহাটের ধান্যকুড়িয়া গ্রামে শুরু হয়েছে এই সিরিজের শুটিং। সিরিজের বাকি অংশের শুটিং হবে কলকাতায়।

ABOUT THE AUTHOR

...view details