হায়দরাবাদ, 2 ডিসেম্বর: বিশাল বড় কয়লাখনি ৷ সামনে এগিয়ে আসছেন দুই বন্ধু ৷ মোহন দাস (যীশু) আর শ্যাম মাহাতো (দেব) ৷ ব্যাকগ্রাউন্ডে যিশুর স্বরে শোনা যায়, "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে" ৷ তারপরের দৃশ্যে ধরা পরে যীশুর বৃদ্ধ বয়সের লুক ৷ তখন তাঁর পোশাক দেখে স্পষ্ট সমাজের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন তিনিও।
এরপর যীশুর সংলাপ- "লোকের মুখে শুনেছি তোকে আমার দোস্তের মতো দেখতে, আজ নিজের চোখে দেখলাম তুই সত্যি তোর বাপের ব্যাটা "। 1 মিনিট 14 সেকেন্ডের খাদান ছবির প্রি-ট্রেলারে কাঁপিয়ে দিলেন দেব ৷ যোগ্য সঙ্গত যীশুর ৷ একদিকে দেবের ডবল ধামাকা অন্যদিকে ক্ষুরধার সংলাপ যীশুর ৷ জল্পনা সত্যি করে 'খাদান' ছবিতে দ্বৈত চরিত্রে অবতীর্ণ অভিনেতা দেব।
বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে। যিশুকেও দুটি লুকে দেখা গিয়েছে। তবে সেটি কমবয়সের ও বৃদ্ধ বয়সের। দুই নায়কের পাশাপাশি নজর কাড়েন বরখা বিস্ত ও ইধিকা পাল। দেব আগেই জানিয়েছিলেন, ক্রিসমাসে পুরোদস্তুর অ্যাকশন ছবি নিয়ে ফিরছেন তিনি, ঝলকেও তেমনটাই ধরা পড়ল। পুরোদস্তুর অ্যাকশন ছবিতে দেবের লুক, স্টাইল কোনও অংশে কম যায় না ৷ শুধু তাই নয়, দেবের সংলাপ "ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?" অনুরাগীদের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ৷
দেব ,যীশু, বরখা, ইধিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা। সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে 'খাদান' ছবি প্রযোজনা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। হাতে আর মাত্র 18 দিন ৷ এরমধ্যেই ছবির প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে 'খাদান' টিম ৷ দুদিন আগেই দেব খাদান টিমের বেঙ্গল ট্যুরের কথা ঘোষণা করেছে ৷ শিলিগুড়ি, হাওড়া, বর্ধমান-সহ বেশ কিছু জায়গায় পৌঁছে যাবেন তারকারা ৷
অভিনব প্রচারের জন্য ইতিমধ্যেই খাদান লেখা বাসে ছবির কলাকুশলীরা জার্নি শুরুও করে দিয়েছেন ৷ প্রসঙ্গত, এর আগে মুক্তি পেয়েছে ছবির দুটি গান ৷ 'রাজার রাজা' ও 'হায় রে বিয়ে' দর্শকদের প্রশংসা পেয়েছে। ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন নীলায়ন চট্টোপাধ্যায়, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। প্রতিবছর ক্রিসমাসে অর্থাৎ দেবের জন্মদিনের মাসে নতুন কোনও সিনেমা উপহার পান দর্শক ৷ 'টনিক', 'প্রজাপতি', 'প্রধান'-এর পর এবার মুক্তির অপেক্ষায় 'খাদান' ৷