কলকাতা, 1 মার্চ: 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'খেলা হবে' ৷ প্রথমবার জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চ মাতালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অনুষ্ঠানের টিজার কৌতুহলের পারদ চড়িয়েছে ৷ এবার হতে চলেছে বিশেষ এই পর্বের টেলিকাস্ট ৷ নির্মাতাদের তরফে জানানো হয়েছে বিশেষ এই পর্ব রবিবাসরীয় সন্ধ্যায় উপহার পেতে চলেছে সকলে ৷
কিছুদিন আগেই প্রকাশ্যে আসে প্রোমো ৷ ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে বলা হয়েছে, "এই প্রথমবার দিদি নম্বর.1-এর অনুষ্ঠানে বাংলার দিদি নম্বর 1 মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়! দেখুন হ্যাশট্যাগ দিদি নম্বর 1 ৷" এই প্রোমো প্রকাশ্যে আসার পরেই শো নিয়ে আগ্রহের পারদ চড়ে নেটপাড়ায় ৷ ভিডিয়োতে দেখা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে প্রবেশ করতেই তাঁকে দিদি নম্বর ওয়ানের উত্তরীয় পরিয়ে দিতে যান সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই উত্তরীয় সঞ্চালক রচনার গলায় পরিয়ে দেন 'বাংলার দিদি' ৷ তারপর নাচের তালে পা মেলানো থেকে মাদল বাজাতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে ৷
এই পর্বের অতিথি প্রতিযোগী হিসাবে উপস্থিত হন স্বনামধন্য সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এদিনের পর্বে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনাও উপভোগ করবে দর্শক। অতিথি হিসেবে হাজির থাকবেন ইন্দ্রনীল সেন এবং রূপঙ্কর বাগচিও। দেখা যাবে অদিতি মুন্সী, রথীজিৎ ভট্টাচার্য, অঙ্কিতা ভট্টাচার্যর মতো সঙ্গীত শিল্পীদের। এঁদের মনোমুগ্ধকর গানে সমৃদ্ধ হবে এপিসোড। নাচ, গান, আড্ডা এবং খেলা সব নিয়েই এদিনের পর্ব হতে চলেছে টানটান উত্তেজনাময়। এই এপিসোডের ব্যাপারে কথা বলতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া মেলেনি। ডোনা গঙ্গোপাধ্যায়ও পর্ব নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। সুতরাং, বোঝাই যাচ্ছে সবটাই বেশ চমক হিসেবে রাখা হচ্ছে।
প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই সন্দেশখালি নিয়ে তোলপাড় বাংলা। উল্লেখ্য, আজ অবধি সেখানে হাজির হতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে পা রেখেছেন তিনি। এই নিয়ে তাঁর বিরুদ্ধে বাক্যবাণে সোচ্চার হতে পিছপা হননি দিলীপ ঘোষ থেকে বিজেপি নেতৃত্ব ।