পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আরজি কর ধরনা মঞ্চে মমতা, আশার আলো দেখছেন দেব - Dev Praises CM Mamata - DEV PRAISES CM MAMATA

Dev on Mamata Banerjee: ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷ সোশাল মিডিয়ায় মমতাকে কেন কুর্নিশ জানালেন দেব?

Dev on Mamata Banerjee
মুখ্যমন্ত্রীর প্রশংসা দেবের গলায় (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 14, 2024, 5:48 PM IST

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: শুক্রবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার আহ্বানে সাড়া দেবেন দেব ৷ এবার মুখ্যমন্ত্রীর আরও এক পদক্ষেপে পাশে দাঁড়ালেন অভিনেতা ৷ শনিবার আরজি কর ধরনা মঞ্চে আচমকাই পৌঁছে যান মমতা ৷ জানান, মুখ্যমন্ত্রী হিসাবে নয়, একজন দিদি ও সহযোদ্ধা হিসাবে তিনি পাশে থাকতে এসেছেন ৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকেই সাধুবাদ জানিয়েছেন দেব ৷

তিনি এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে বলেন, "দিদি, আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান, সব ফিরে আসুক।"

এদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের 35তম দিনে ধরনা মঞ্চে উপস্থিত হন মমতা ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ তিনি আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, "দয়া করে চুপ করুন ৷ আমাকে বলতে দিন ৷ অপরাধী শাস্তি পাবে ৷ আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি ৷ আন্দোলনের ব্যথা বুঝি ৷ আমি কুর্নিশ জানাই আপনাদের আন্দোলনকে ৷"

তিনি আরও বলেন, "আমার পোস্ট বড় নয়, মানুষই শেষ কথা ৷ আমারও কাল কষ্ট হয়েছে, কাল আপনারা যেভাবে বসে আছেন ৷ আপনাদের জন্য আমাকেও জেগে থাকতে হয় ৷ কেউ দোষী হলে শাস্তি পাবেন ৷ তিন মাসের মধ্যে সিবিআই যেন ফাঁসির অর্ডার দেয় ৷ আপনাদের আস্থা থাকলে আমাকে সময় দিন ৷ আমি নিজে ব্যবস্থা নেব ৷"

এর আগে দেবও বলেছেন, "এই লড়াইটা নবান্ন ঘেরাও-এর নয় ৷ এই লড়াইটা-তো সংবিধান ঘেরাও-র লড়াই ৷ আমি চাই এর পরে যেন আর কোনও মেয়েকে নির্ভয়া বা তিলোত্তমা না ডাকতে হয় ৷ মানুষ যেন ভয় পায় ৷ আমরা এই একমাসের মধ্যে কতগুলো ধর্ষণের ঘটনা দেখেছি ৷ মানুষের এখন ভয় নেই ৷ তাহলে একটা নবান্ন ঘেরাও করে তো লাভ নেই ৷" তারপরেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷

ABOUT THE AUTHOR

...view details