পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KIFF 2024: এক নারীর নিজেকে খোঁজার ছবি 'ইট'স রেইনিং মেন' - KIFF 2024

45-50 বছর বয়সের সন্ধিক্ষণে একজন নারী বা মহিলা কি চান? মনের অন্দরে কি কোনও ঝড় ওঠে? উত্তর খুঁজেছে ফরাসি মহিলা পরিচালক ক্যারোলিন পরিচালিত ৷

It's Raining men
ফরাসি ছবি 'ইট'স রেইনিং মেন'-এর পরিচালক ক্যারোলিন (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 11, 2024, 3:04 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: ফ্রান্সের পাঁচজন মহিলা পরিচালকের ছবি এবারের চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ ছিল। তাঁদের মধ্যেই অন্যতম ক্যারোলিন ভিগনাল। ক্যারোলিন পরিচালিত ফরাসি ছবি 'ইট'স রেইনিং মেন' দেখানো হল এবারের 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ।

কোভিড পরবর্তীকালে ফরাসি ছবি আরও নিজেকে সমৃদ্ধ করেছে তা এই ছবিটি দেখলে স্পষ্ট বোঝা যায়। কমেডির ছাঁচে ফেলে নারী জীবনের এক বিশেষ দিক তুলে ধরেছেন ক্যারোলিন। স্বভাবতই ছবির কেন্দ্রে একজন নারী। যার বয়স 45-50 এর মধ্যে। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার তার ৷ তবুও যেন সে সুখী নয়। কীসের যেন একটা অভাব রয়েছে তার জীবনে। তাই সে একটা খেলায় মেতে ওঠে।

পরিচালক ক্যারোলিন (ইটিভি ভারত)

নিজেকে অন্যভাবে দেখতে আগ্রহী হয়ে ওঠে সে। উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে, 45 থেকে 50- বয়সের এই সন্ধিক্ষণে যে কোনও নারীর মনে এক অজানা অস্থিরতা কাজ করে। আর সেই দিকটাকেই এই ছবিতে তুলে ধরতে চেয়েছেন ক্যারোলিন। তবে, গুরুগম্ভীর পথে হাঁটেননি পরিচালক। হেঁটেছেন কমেডির পথে। যাতে গভীর বিষয়টি হালকা মাথায় বোঝানো যায় সকলকে।

সাংবাদিক সম্মেলনে ক্যারোলিন বলেন, "এক বন্ধুর কাছে এরকম একটা গল্প শুনেছিলাম। সেখান থেকেই এই ছবি বানানোর প্রয়াস আমার। " প্রথমবার ভারতে এলেন ক্যারোলিন। আর সেই দেশে দেখানো হচ্ছে তাঁর ছবি। ভয় বুকে চেপেই এসেছেন শস্য শ্যামলা ভারতে। এ দেশের মানুষ তাঁর গল্প কতখানি ভালোবাসবেন তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন ক্যারোলিন। জানিয়েছেন তিনি নিজেই। কিন্তু দর্শকের এত উন্মাদনা দেখে, হাউজফুল দেখে এক প্রকার বিস্মিত তিনি।

1 ঘণ্টা 38 মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন লর ক্যালামি, ভিনসেন্ট এলবাজ-সহ আরও অনেকে। কেন এই ছবি শুধুই ফ্রেঞ্চ ভাষায়? কেন ইংরেজিতেও নয়? এই প্রশ্নের উত্তরে ক্যারোলিন বলেন, "কারণ ফরাসি আমার ভাষা। আমি এর শব্দ, বাক্য, সংস্কৃতি ভালোবাসি।"

ABOUT THE AUTHOR

...view details