পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা, মৃত 10; নিন্দায় সরব বলিউড - Bollywood on Reasi Terror Attack - BOLLYWOOD ON REASI TERROR ATTACK

Bollywood Condemns Reasi Attack: কাশ্মীরে রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাস লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা ৷ পুণ্যার্থীরা তখন মন্দির থেকে ফিরছিলেন ৷ মৃত্যু হয়েছে 9 জনের ৷ আহত বহু ৷ ঘটনার নিন্দায় সরব বলিউড ৷ এখনও চলছে উদ্ধার কাজ ৷

All Eyes on Reasi Protest
জঙ্গি হামলায় প্রতিবাদ তারকাদের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 6:20 PM IST

হায়দরাবাদ, 10 জুন: একদিকে রাইসিনা হিলসে নতুন সরকার গঠনের শপথবাক্য পাঠ চলছে ৷ অন্যদিকে পুণ্যার্থী বোঝাই বাসে গুলি চালাল জঙ্গিরা ৷ জম্মু-কাশ্মীরের রিয়াসিতে এই ঘটনায় আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে 10 হয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ জঙ্গি হামলার এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বহু বলি-তারকা ৷ সোশাল মিডিয়ায় মৃত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াত, বরুণ ধাওয়ান থেকে অনুপম খের, রীতেশ দেশমুখ ৷

অভিনেতা রীতেশ দেশমুখ এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, "রিয়াসিতে জঙ্গি হামলার খবর ও বীভৎস ছবি দেখে শিউরে উঠেছি ৷ নিহত ও আহত পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল ৷" অন্যদিকে, কঙ্গনা রানাওয়াত এক্স হ্যান্ডেলে জঙ্গি হামলার নিন্দা করেছেন ৷ তিনি লেখেন, "জম্মু-কাশ্মীরের রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানাই ৷ নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি ৷ ওম শান্তি ৷"

অভিনেতা অনুপম খেরও এক্স হ্যান্ডেলে এই ঘটনার নিন্দা করেছেন ৷ তিনি লেখেন, "রিয়াসিতে পুণ্যার্থীবোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনায় প্রচণ্ড রাগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে ৷ ভগবান, এই ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে শক্তি দিক, এই প্রার্থনা করি ৷" ইনস্টাগ্রাম স্টোরিতে জঙ্গি হামলার নিন্দা করেছেন অভিনেতা বরুণ ধাওয়ানও ৷

জানা গিয়েছে, পুণ্যার্থী ভর্তি বাসটি, শিব খোরি মন্দির থেকে কাটরা যাচ্ছিল ৷ সেই সময় বাসে সন্ত্রাসবাদী হামলা চলে ৷ বাসটি লক্ষ্য করে জঙ্গিরা 20 মিনিট ধরে গুলি চালায় বলে অভিযোগ ৷ তারপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল ৷ জানা গিয়েছে পুণ্যার্থীরা সকলেই নাকি উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে ৷ ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি ৷

ABOUT THE AUTHOR

...view details