হায়দরাবাদ, 10 জুন: একদিকে রাইসিনা হিলসে নতুন সরকার গঠনের শপথবাক্য পাঠ চলছে ৷ অন্যদিকে পুণ্যার্থী বোঝাই বাসে গুলি চালাল জঙ্গিরা ৷ জম্মু-কাশ্মীরের রিয়াসিতে এই ঘটনায় আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে 10 হয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ জঙ্গি হামলার এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বহু বলি-তারকা ৷ সোশাল মিডিয়ায় মৃত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াত, বরুণ ধাওয়ান থেকে অনুপম খের, রীতেশ দেশমুখ ৷
অভিনেতা রীতেশ দেশমুখ এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, "রিয়াসিতে জঙ্গি হামলার খবর ও বীভৎস ছবি দেখে শিউরে উঠেছি ৷ নিহত ও আহত পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল ৷" অন্যদিকে, কঙ্গনা রানাওয়াত এক্স হ্যান্ডেলে জঙ্গি হামলার নিন্দা করেছেন ৷ তিনি লেখেন, "জম্মু-কাশ্মীরের রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানাই ৷ নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি ৷ ওম শান্তি ৷"