পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

88-তে পা, জন্মদিনে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ব্য়স্ত বিশ্বজিৎ - BISWAJIT CHATTERJEE

14 ডিসেম্বর অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় 88 বছরে পা দিয়েছেন ৷ এই বয়সেও অদম্য তাঁর ইচ্ছা শক্তি ৷ বানাচ্ছেন অ্যাকশন সিনেমা 'অগ্নিযুগ: দ্য ফায়ার'।

Etv Bharat
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 14, 2024, 3:49 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। মনের জোর, উদ্দামতা আর ঈশ্বরের প্রতি অগাধ আস্থা নিয়ে জীবনের সব প্রাচীর একটার পর একটা টপকে চলেছেন তিনি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। 14 ডিসেম্বর জীবনের আরও একটা বসন্ত পার করলেন অভিনেতা ৷ 88-তে পা দিলেন 'জয় বাবা তারকনাথ' অভিনেতা ৷

এই বয়সেও বানাচ্ছেন অ্যাকশন ফিল্ম 'অগ্নিযুগ: দ্য ফায়ার'। যেখানে অনুপম খের, জ্যাকি শ্রফ, ধর্মেন্দ্র, মধু কে নেই? এহেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আজও গানের নিয়মিত স্টেজ পারফর্ম করেন। একাধিক গানের রেকর্ড রয়েছে তাঁর। তাঁর জন্মদিন উপলক্ষে একটি গানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হওয়ায় পরিবারের সঙ্গেই সময় কাটাবেন অভিনেতা-পরিচালক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, জানিয়েছেন ইটিভি ভারতকে।

সিনেমা প্রসঙ্গে অভিনেতা-পরিচালকের চিন্তাভাবনা, "সিনেমা হতে হবে নানা ভাষার। একটা ঘটনা নিয়ে সিনেমা হতে হবে নানা ভাষার। তা হলেই সিনেমাটি সব ভাষাভাষি মানুষের কাছে পৌঁছে যাবে।" বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ফিল্মি কেরিয়ার শুরু জনপ্রিয় বাংলা সিনেমা 'মায়ামৃগ'র মাধ্যমে। এরপরেই 'দুই ভাই' ছবিতে দুর্দান্ত অভিনয় করেন তিনি। এই দুটি ছবিই দারুণ সাড়া জাগায় দর্শকের মনে।

এরপরে মুম্বই পাড়ি দেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। অভিনয় করেন 'বিশ সাল বাদ' ছবিতে। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রযোজনায় আসে সেই ছবি। এই ছবিতে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব যায় উত্তম কুমারের কাছে। তিনি অফার ফিরিয়ে দেওয়ায় চরিত্রটি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় করেন। এরপর একে একে 'মেরে সনম', 'এপ্রিল ফুল', 'শেহনাই', 'আনজানা সফর'-সহ অজস্র ছবিতে বিশ্বজিৎ নিজের জায়গা বুঝিয়ে দিয়েছিলেন। উল্লেখ্য, 'আনজানা সফর' ছিল রেখার ডেবিউ ফিল্ম।

আশা পারেখ, ওয়াহিদা রহমান, মালা সিনহা, মুমতাজ, রাজশ্রীর সঙ্গে জুটি বেঁধে বলিউডকে সমৃদ্ধ করেছেন তিনি। সম্মানিত করেছিলেন বাংলাকে। শুধু হিন্দিই নয়, বাংলা সিনেমার দুনিয়াকেও সমান সমৃদ্ধ করেছেন তিনি। 'চৌরঙ্গী', 'গড় নসিমপুর', 'জয় বাবা তারকনাথ', 'শ্রীমান পৃথ্বীরাজ' ছবিতে অভিনয় করেন তিনি। এহেন অভিনেতা গানও রেকর্ড করেছেন সলিল চৌধুরীর সুরে।

'তোমার চোখের কাজলে', 'যায় যায় দিন' গান দুটি আজও মানুষের মনে দাগ কেটে রেখেছে।

1975 সালে 'ক্যাহেতে হ্যায় মুঝকো রাজা' নামের একটি ছবিও বানান তিনি। এই মুহূর্তে 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-এর কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। নানান লোকেশনে চলছে শুটিং। স্ত্রী ইরা চট্টোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সৃষ্টি সুখের উল্লাসে দিন কাটছে তাঁর। জন্মদিনে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

ABOUT THE AUTHOR

...view details