পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অম্বানি পুত্রের বিয়েতে বড় চমক, নিমন্ত্রিত বিশ্বের অন্যতম ধনীরা - Anant and Radhika Wedding

Anant and Radhika Wedding: মার্চেই প্রি- ওয়েডিং অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের ৷ বিয়ের পূর্ববর্তী অনুষ্ঠান থেকেই উপস্থিত থাকবেন বিল গেটস, মার্ক জুকার বার্গ-সহ অন্যান্য ধনী ব্যক্তিরা ৷ এছাড়াও নিমন্ত্রিতের তালিকায় আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ৷ চলতি বছরের 12 জুলাই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট বিবাহ বন্ধনে আবন্ধ হচ্ছেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 12:35 PM IST

মুম্বই, 23 ফেব্রুয়ারি:বছর শুরুতেই 'এ বিগ ফ্যাট ওয়েডিং'-এর সাক্ষী দেশবাসী ৷ বাগদান পর্ব আগেই হয়ে গিয়েছিল ৷ এবার বিয়ের পালা ৷ চলতি বছরের জুলাই মাসেই সম্পন্ন হচ্ছে মুকেশ অম্বানির কণিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ পর্ব ৷ তবে বিয়ের আগের অনুষ্ঠান শুরু হয়ে যাবে মার্চ থেকে ৷ জামনগরেই বিয়ের সমস্ত অনুষ্ঠান ধাপে ধাপে হবে। 12 জুলাই বিয়ের মাধ্যমে শেষ হবে সমস্ত অনুষ্ঠান ৷

দেশের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ অম্বানির কণিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এর কন্য়া রাধিকা মার্চেন্টের বিয়ের অতিথি তালিকায় চমক থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ মার্ক জুকারবার্গ, বিল গেটস, ব্ল্যাকরকের প্রতিষ্ঠাতা ল্যারি ফ্রিঙ্ক, স্টিফেন স্কিউয়ারজম্যান, বব লিগার, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজা -রানি, মরগ্যান স্ট্যানলির সিইও টেড পিক উপস্থিত থাকতে পারেন ৷ এক কথায় বলা যায় বিগ ফ্যাট ওয়েডিং-এর ছাপ অতিথি তালিকাতেও ৷

সম্প্রতি অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট গুজরাতের একটি মন্দিরে 'লাগান লাখভানু' অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আচার- অনুষ্ঠান পর্ব শুরু করেন ৷ এই মন্দিরের দেবতাদের বিয়ের আমন্ত্রণ পত্র দেওয়া হয় ৷ মনে করা হচ্ছে দেবতাদের আশীর্বাদ নিতে যুগলে উপস্থিত হয়েছিলেন ৷ গুজরাতি নিয়ম মেনেই জামনগরে অনুষ্ঠিত হবে এই বিয়ের আসর ৷ গত বছর জানুয়ারি মাসেই বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের ৷

সংবাদ সংস্থা সূত্রে প্রাপ্ত খবর অনুয়ায়ী, 1 থেকে 3 মার্চ তিন দিনের প্রাক-বিবাহ উদযাপন অনুষ্ঠিত হবে ৷ সেখানে সঙ্গীত পরিবশেন করবেন অরিজিৎ সিং, প্রীতম এবং হরিহরনের মতো বিখ্যাত ভারতীয় সংগীত শিল্পীরা ৷

আরও পড়ুন:

  1. রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির মুকেশ ও নীতা অম্বানি
  2. বাগদান সেরেই ঈশ্বর দর্শন ! জগন্নাথ ধামে অনন্ত অম্বানি
  3. মিষ্টান্নের পাত্রে টাকা ! অম্বানিদের আতিথেয়তায় তাজ্জব নেটদুনিয়া

ABOUT THE AUTHOR

...view details