মুম্বই, 23 ফেব্রুয়ারি:বছর শুরুতেই 'এ বিগ ফ্যাট ওয়েডিং'-এর সাক্ষী দেশবাসী ৷ বাগদান পর্ব আগেই হয়ে গিয়েছিল ৷ এবার বিয়ের পালা ৷ চলতি বছরের জুলাই মাসেই সম্পন্ন হচ্ছে মুকেশ অম্বানির কণিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ পর্ব ৷ তবে বিয়ের আগের অনুষ্ঠান শুরু হয়ে যাবে মার্চ থেকে ৷ জামনগরেই বিয়ের সমস্ত অনুষ্ঠান ধাপে ধাপে হবে। 12 জুলাই বিয়ের মাধ্যমে শেষ হবে সমস্ত অনুষ্ঠান ৷
দেশের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ অম্বানির কণিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এর কন্য়া রাধিকা মার্চেন্টের বিয়ের অতিথি তালিকায় চমক থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ মার্ক জুকারবার্গ, বিল গেটস, ব্ল্যাকরকের প্রতিষ্ঠাতা ল্যারি ফ্রিঙ্ক, স্টিফেন স্কিউয়ারজম্যান, বব লিগার, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজা -রানি, মরগ্যান স্ট্যানলির সিইও টেড পিক উপস্থিত থাকতে পারেন ৷ এক কথায় বলা যায় বিগ ফ্যাট ওয়েডিং-এর ছাপ অতিথি তালিকাতেও ৷