হায়দরাবাদ, 22 জুন: কয়েক মাসের জন্য প্রিয়জন-পরিজন থেকে দূরে, সোশাল মিডিয়া থেকে দূরে ৷ থাকতে হবে কিছু অজানা-অচেনা মানুষদের সঙ্গে ৷ টিকিয়ে রাখতে হবে নিজের অস্তিত্ব ৷ বিনোদনের অন্যরকম সমীকরণ নিয়ে শুরু হওয়া 'বিগ বস', ওটিটি-র পর্দাতেও ছাপ ফেলেছে ৷ 21 জুন থেকে শুরু হল 'বিগ বস ওটিটি 3' ৷ সঞ্চালকের ভূমিকায় অনিল কাপুর ৷ এবারে প্রতিযোগী হিসাবে রয়েছেন ছোট পর্দার অভিনেতা, সঙ্গীতশিল্পী, স্পোর্টস তারকা, ইনফ্লুয়েন্সার-সহ একাধিক প্রতিযোগী ৷ দেখে নেওয়া যাক কারা তাঁরা ৷
প্রথমেই যিনি নজর কেড়েছেন তিনি দিল্লির 'বড়াপাও গার্ল' চন্দ্রিকা দীক্ষিত ৷ তিনি রাস্তার উপর খাবারের স্টল দিয়ে দিনে আয় করেন 40 হাজার টাকা ৷ তিনি জনপ্রিয় সোশাল মিডিয়ায় ৷ রয়েছেন সানা মকবুল খান ৷ 2009 সালে 'তিন দিভা' রিয়েলিটি শো'য়ে প্রথম নজর কাড়েন তিনি ৷ এরপর 'ইস প্যায়ার কো ক্যায়া নাম দু', 'খতরো কে খিলাড়ি 11', 'অর্জুন' ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জন করেন ৷
'মেহেন্দি হ্যায় রচনেয়ালি' তারকা সাই কেতন রাও ৷ তিনি 'চাসনি', 'ইমলি'-র মতো জনপ্রিয় সিরিয়ালে নজর কাড়েন ৷ তাঁকে তেলুগু শোয়ের পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে ৷ তালিকায় রয়েছেন পরিচিত মুখ রণবীর শোরে ৷ সিনেমা থেকে সিরিয়াল, সর্বত্র নিজের অভিনয় দক্ষতার ছাপ ফেলেছেন তিনি ৷ 'খোসলা কা ঘোসলা', 'ভেজা ফ্রাই', 'প্যায়ার কে সাইড এফেক্টস', 'টাইগার জিন্দা হ্যায়', 'এক থা টাইগার'-এর মতো ছবিতেও তাঁর কাজের প্রশংসা হয়েছে ৷ তিনি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার স্বামীও ৷ তবে 2015 সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন ৷ 2021 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ কঙ্কনা ও রণবীরের একটি ছেলে রয়েছে, নাম হারুন ৷
কলকাতার মেয়ে তথা মডেল পৌলমী দাস পা রেখেছেন বিগ বস ওটিটি'র ঘরে ৷ তাঁকে দেখা গিয়েছে 'সুহানি সি এক লড়কি' ও 'কার্তিক পূর্ণিমা' সিরিয়ালে ৷ প্রতিযোগী হিসাবে রয়েছেন ইউটিউবার ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লোভেকেশ কাতারিয়া ৷ তিনি আবার 'বিগ বস ওটিটি 2' জয়ী এলভিশ যাদবের বন্ধুও ৷