হরিদ্বার, 21 নভেম্বর: 'বিগ বস' রিয়েলিটি শোয়ে দুই স্ত্রীকে নিয়ে এসে খবরের শিরোনামে আসেন ইউটিউবার আরমান মালিক ৷ এবার তাঁর বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, হরিদ্বারের জ্বালাপুরে বুধবার গভীর রাতে আর এক ইউটিউবার সৌরভ নামে এক ব্যক্তিকে মারধর করেছেন আরমান মালিক ৷ আরমানের সঙ্গে তাঁর বেশ কয়েকজন বন্ধু ছিল বলে অভিযোগ উঠেছে ৷
ইউটিউবার আরমান মালিকের বিরুদ্ধে হামলার অভিযোগ
জানা গিয়েছে সৌরভও একজন ইউটিউবার। তিনি তাঁর চ্যানেলে আরমান মালিকের একটি রোস্ট ভিডিয়ো তৈরি করেন ৷ মুহূর্ত তা ভাইরাল হয়ে যায় ৷ আর এতেই নাকি রেগে যান আরমান ৷ রাগের বশবর্তী হয়ে তিনি জ্বালাপুরের খান্নানগরে সৌরভের বাড়িতে পৌঁছে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় উভয় পক্ষকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয় বলে জানা গিয়েছে ৷
অশ্লীল ভিডিও রোস্টের অভিযোগ
জিজ্ঞাসাবাদে আরমান মালিক জানিয়েছেন, সৌরভ নামের ব্যক্তি তাঁর পরিবারকে নিয়ে অশ্লীল রোস্ট ভিডিয়ো বানিয়েছে ৷ এরপরেই নিজের রাগ সামলাতে পারেননি তিনি ৷ সৌরভের বাড়িতে ঢুকে তাঁকে মারধরের অভিযোগে পুলিশের তিরস্কার শুনতে হয়েছে আরমানকে ৷
পুলিশের বক্তব্য
হরিদ্বারের জ্বালাপুরে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আর কে পাটওয়াল জানিয়েছেন, ভিডিয়ো বানিয়ে অশালীন মন্তব্য করা নিয়ে দুই ইউটিউবারদের মধ্যে মারামারি হয়। দুজনকেই রেলওয়ে পোস্টে ডাকা হয়। উভয় পক্ষের কথা শুনে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে ৷ তারপর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে ৷
চলতি বছর মে মাসে উত্তরাখণ্ডে এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে। ইউটিউবে গায়িকা ফরমানি নাজের ভিডিয়ো এডিট করে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে রুদ্রপুরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ফরমানি নাজ।