কলকাতা, 10 জুন: রাস্তার বেহাল দশা নিয়ে নতুন সাংসদকে খোলা চিঠি লিখলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। দাসানি 2 নম্বর স্টুডিয়োতে যাওয়ার পথে যে বেহাল রাস্তা পার করে যেতে হয় প্রতিদিন, সেই রাস্তার অবিলম্বে সংস্কার চান অভিনেতা। তাই নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষকে চিঠি লিখলেন তিনি ৷ সেই চিঠির আবার পালটা উত্তরও দিলেন তৃণমূল সাংসদ সায়নী ৷
অভিনেতা সোশাল মিডিয়ায় সাংসদ সায়নী ঘোষকে উল্লেখ করে রাস্তাটির ছবি-সহ লিখেছেন, "এই যে রাস্তার ছবিটা দেখছেন এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 2014 থেকে দাসানি 2-তে শুট করতে আসছি, একই অবস্থা। রোজ মনে হয় গাড়ির বদলে সাইকেল বা পায়ে হেঁটে শুটিং করতে এলে ভালো হয়। বর্ষায় সেই রাস্তা কতটা সাংঘাতিক হয়ে ওঠে সেই দিকেও আলোকপাত করেন ভাস্বর ৷
তিনি অভিযোগের সুরে লেখেন, "বিগত দিনে কেউ কাজ করেননি। আপনি আশা করি এর সুরাহা করবেন কারণ আপনি তো মন দিয়ে শুধু রাজনীতিটাই করেন।" তাঁর এই লেখার পরে সায়নীর প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, "নিশ্চয়ই ভাস্বর দা। আমরা এটা দেখব। যদি তুমি আমার দলের সঙ্গে জায়গাটির ডিটেল শেয়ার করতে পার ভালো হয়। আমাকে ইনবক্স করো।" পালটা ভাস্বরের উত্তর, "ইনবক্স করেছি ৷ চেক করে নাও ৷" ইটিভি ভারতের তরফে এ ব্যাপারে সায়নীর সঙ্গে যোগাযোগে করার চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।
এই সেই দাসানি 2 নম্বর স্টুডিয়ো যাওয়ার রাস্তা (ইটিভি ভারত) এই ব্যাপারে ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। অভিনেতা বলেন, "আমার পোস্টে সায়নী উত্তর দিয়েছেন। সব ডিটেল পাঠাতে বলেছেন সায়নী। এরপর মন্ত্রী অরূপ দা (বিশ্বাস) আমাকে ফোন করেছিলেন। বলেছেন কীভাবে, কী করা যায় রাস্তাটার আমরা দেখছি। আশা করি সুরাহা হবে। আর তাতে আমরা যারা প্রতিদিন এই রাস্তায় আসি তাদের সুবিধা হবে।" ভাস্বর আরও বলেন, "এর আগে চিত্রায়ণ স্টুডিয়োর রাস্তার কথাও একইভাবে জানিয়েছিলাম। সেই রাস্তা ঠিক হয়েছে। তাই এবারেও আশাবাদী।"