পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শহরে নতুন গোয়েন্দা, 'অরণ্য'র প্রাচীন প্রবাদ'-এর টিজার শেয়ার বাইচুংয়ের - ARANYAR PRACHIN PROBAD MOVIE - ARANYAR PRACHIN PROBAD MOVIE

Jeetu Kamal New Movie: আচমকাই খুন এক চিকিৎসক ৷ খুনের রহস্য সমাধানে জড়িয়ে পড়েন গোয়ন্দা অরণ্য চট্টোপাধ্যায় ৷ তারপর কী হল? টিজারেই কৌতুহল তৈরি করল জিতু কমলের 'অরণ্য'র প্রাচীন প্রবাদ' ৷

Jeetu Kamal New Movie
'অরণ্য'র প্রাচীন প্রবাদ' টিজার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 12:49 PM IST

কলকাতা, 30 মে: শহর কলকাতায় এবার নতুন গোয়েন্দা ৷ সাংবাদিক দুলাল দে'র হাত ধরে রহস্য সমাধানে অভিনেতা জিতু কমল ৷ প্রকাশ্যে 'অরণ্য'র প্রাচীন প্রবাদ' ছবির প্রথম ঝলক বা টিজার ৷ সেই টিজার মন কেড়েছে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ারও ৷ যা তিনি ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায় ৷

টিজার শেয়ার করে তিনি লেখেন, "আমার বহু প্রতিভাবান বন্ধু দুলাল দে তাঁর প্রথম সিনেমা নিয়ে আসছেন 5 জুলাই। আমার বাংলার সকল বন্ধুরা, এখনই সিনেমার জন্য বুকিং করুন। এটি একটি থ্রিলারধর্মী ছবি। উপভোগ করুন।" ছবি টিজার ভাগ করে নিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজক রানা সরকারও। তিনি রসিকতা করে লিখেছেন, "ইস্টবেঙ্গলকে জেতাতে ব্যর্থ হওয়ার পর সাংবাদিক দুলাল দে এখন সত্যজিৎ রায়কে কাস্ট করে সিনেমা বানিয়েছেন। কিন্তু ভুলে যাবেন না আসল 'অরণ্যর প্রাচীন প্রবাদ' হল মোহনবাগানই জিতবে। জয় মোহনবাগান।"

রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেট, 'অরণ্যর প্রাচীন প্রবাদ' নিয়ে উচ্ছ্বসিত জিতু

তাঁর প্রথম ছবি প্রসঙ্গে পরিচালক দুলাল দে বলেন, "আমি কোনও ফিল্ম স্কুল পাস নই। কোনও প্রতিষ্ঠিত পরিচালকের অধীনে সহকারী পরিচালকের কাজও করিনি। ফলত সবাই স্ক্রিপ্ট নিতে রাজি হলেও পরিচালনার ভার দিতে কেউ রাজি হননি। শিল্প কলার ক্ষেত্রে কোনও দিনই পুঁথিগত বিদ্যায় ভর করিনি। কোনও সাংবাদিকতার স্কুলে কোনওদিন পড়িনি। এখন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়াতে যাই। ফলে গত তিন বছর ধরে বিভিন্ন দরজায় ঘুরলেও বিশ্বাস হারাইনি। বরং ছোট খাটো রোল-সহ যখন যেভাবে পেরেছি, কখনও ক্যামেরার সামনে, কখনও পিছনে থেকেছি। অবশেষে সেই মুহূর্ত হাজির। স্কুলে ছিল কোয়ার্টারলি, হাফ ইয়ারলি আর অ্যানুয়াল পরীক্ষা। সেক্ষেত্রে টিজার হল আমার জন্য কোয়ার্টারলি পরীক্ষা। এরপর ট্রেলার মানে, আমার জন্য হাফ ইয়ারলি। আর জুলাইতে সিনেমা হলে যখন 'অরণ্য’র প্রাচীন প্রবাদ' আসবে, তখন সেটাই হবে আমার অ্যানুয়াল পরীক্ষার রিপোর্ট।"

ছবির টিজারে জিতু এবং শিলাজিৎ বেশ অন্যরকম। জিতু অর্থাৎ অরণ্য চট্টোপাধ্যায় একাধারে ক্রিকেটার, অন্যদিকে ডাক্তারির ছাত্র এবং শখের গোয়েন্দা। সে কিছু প্রবাদের সাহায্য নিয়ে রহস্য উদঘাটন করেন। গল্পের দিকে তাকালে দেখা যায়, রহস্য অনুসন্ধানের কাহিনি লেখেন অরণ্য চট্টোপাধ্যায়ের জামাইবাবু সুদর্শন হালদার ৷ এই সুদর্শনের চরিত্রে শিলাজিৎ ৷ সুদর্শন হালদার আদপে একজন সিআইডি ইন্সপেক্টর ৷ এক নার্সের ভূমিকায় থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। রানাঘাটের পটভূমিকায় তৈরি হয়েছে গল্প ৷ এক চিকিৎসকের মৃত্যু হয় সেখানে ৷ অরণ্য সেখানে গিয়ে জড়িয়ে পড়েন খুনের রহস্যের সঙ্গে ৷ মৃত্যুর আগে চিকিৎসক কিছু প্রবাদ লিখে রাখেন ৷ সেগুলির মাধ্যমেই রহস্যের সমাধান করেন অরণ্য চট্টোপাধ্যায় ৷ সেই থেকেই ছবির নাম 'অরণ্য'র প্রাচীন প্রবাদ' ৷ 5 জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।

জুলাইতে শহরে নয়া গোয়েন্দা, রহস্য উন্মোচনে আসছেন জীতু কমল

ABOUT THE AUTHOR

...view details