পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গল্প নাকি জুটি ! ফিল্মের সাফল্যে কার ভূমিকা বেশি ? সিনে আড্ডায় কী বললেন সৃজিত-পাওলিরা - KIFF 2024

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনে আড্ডায় বসল জমজমাট আসর ৷ উপস্থিত ছিলেন টলি জগতের তারকারা ৷

ETV BHARAT
চলচ্চিত্র উৎসবে সিনে আড্ডা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 8, 2024, 1:14 PM IST

Updated : Dec 8, 2024, 6:26 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর:ফিল্ম প্রদর্শনের পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক অন্যতম আকর্ষণ সিনে আড্ডা । সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা সভা বসে একতারা মঞ্চে ।

7 ডিসেম্বর শনিবারের সন্ধ্যাতেও তার অন্যথা হল না । এদিনের সন্ধ্যায় আলোচনার বিষয় ছিল 'জুটি না গল্প?' অর্থাৎ বাংলা সিনেমার সাফল্যের নেপথ্যে কোনটার অধিক ভূমিকা রয়েছে ? গল্প নাকি জুটির ?

চলচ্চিত্র উৎসবের সিনে আড্ডায় বসল জমজমাট আসর (ইটিভি ভারত)

নিজস্ব মতামত জানাতে মঞ্চে হাজির ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, পাওলি দাম, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বনি সেনগুপ্ত । সঞ্চালনায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায় । এই প্রসঙ্গে সবার আগে বলতেই হয়, সোশাল মিডিয়ার যুগে কনটেন্ট আগে থেকে জানা যায় ৷ আগে যা এতটা জানা যেত না । কোনও ছবির নায়ক নায়িকার নাম জেনেই সিনেমা হলে ছুটতেন সিনেপ্রেমীরা ।

সিনে আড্ডায় তারকারা (নিজস্ব চিত্র)

আর এখন মানুষ আগে থেকেই ট্রেলার, টিজারের দৌলতে ছবির গল্পের আঁচ পেয়ে যান । জুটির নাম জেনে যান । ফলে, সবটাই তাঁর হাতের সামনে খোলা বইয়ের পাতার মতো থাকে । আলোচনার শুরুতে সৃজিত মুখোপাধ্যায় বলেন, "কনটেন্ট বা গল্পের জোর বেড়েছে । স্টারের জোর কমেছে ।" এরপর তিনি একে একে মাইক দিয়ে দেন সকলের দিকে ।

সিনে আড্ডায় সোহম (নিজস্ব চিত্র)

চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, "আমি বলব, গল্প এবং জুটি এই দুটি মিলিয়ে একটা জুটি । এদের জুটি না জমলে ছবি জমবে না । উত্তম-সুচিত্রা জুটির কাছে সব জুটি মাথা নিচু করবে । জুটির প্রয়োজন যেমন আছে, তেমন গল্পের জোর থাকতে হবে ।"

সৃজিতকে সংবর্ধনা (নিজস্ব চিত্র)

অঙ্কুশ হাজরার কথায়, "কনটেন্ট আসল রাজা । এখানে আরও একটা বিষয় আছে, অনেক রিয়েল জুটি রিল জুটি হিসেবে কাজ করে । রিয়েল জুটিদের কেমিস্ট্রি সামাজিক মাধ্যমে দেখার পর আর ছবিতে সেই জুটিকে দেখতে লোকে ভিড় বাড়াতে চান না । সেক্ষেত্রে কনটেন্ট ভালো হলে তাঁরা যাওয়ার কথা ভাবেন।"

চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তীর মতে, "প্রযোজকরা আগেই আমাদের বলে দিতেন প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, শতাব্দী, ঋতুপর্ণাকে নিতে হবে । নাহলে নাকি লোকে সিনেমা দেখবে না । সেই মতো গল্প, গান সেটিং হত । ওদিকে অঞ্জন চৌধুরীর সিনেমায় গল্পই ছিল হিরো ৷ সুতরাং ছবি সবসময়ই কনটেন্ট এবং জুটি দুইয়ের উপর দাঁড়িয়ে থাকে । দুটিকেই স্ট্রং হতে হবে ।"

মঞ্চে সায়ন্তিকা (নিজস্ব চিত্র)

অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা জুটি তখনই ভালো লাগে, যখন সেই জুটির সঙ্গে নিজেকে রিলেট করতে পারি । তাই কনটেন্ট বেশি গুরুত্বপূর্ণ । কিন্তু দুটোই ভালো হওয়া দরকার ।"

সোহম চক্রবর্তীর কাছে আবার কনটেন্ট সবার আগে । তাঁর মতে, "কনটেন্ট হিট জুটি তৈরি করে দেয় । এমন অনেক উত্তম-সুচিত্রার ছবিও বক্স অফিসে জায়গা পায়নি শুধুমাত্র কনটেন্টের জন্য । অথচ তাঁদের জুটি সেই ছবিতে ক্যারিশ্মা দেখিয়ে গিয়েছে ।"

সিনে আড্ডায় পাওলি (নিজস্ব চিত্র)

অভিনেত্রী পাওলি দামের কথায়, "কনটেন্ট সবসময় কিং। সিনেমা গল্প বলার অডিয়ো-ভিস্যুয়াল মাধ্যম । একজন অভিনেতাকে তৈরি করতে কনটেন্ট-পরিচালক জুটিও দরকার । সিনেমাটোগ্রাফার-অভিনেতা জুটিও দরকার । জুটি, স্টার, গল্প, অডিয়েন্স সব দরকার ।"

অভিনেতা বনি সেনগুপ্ত বলেছেন, "রিভিউটা গুরুত্বপূর্ণ । মানুষ কী রিভিউ দিচ্ছে তার উপরেও একটা ছবির সাফল্য নির্ভর করে । কনটেন্ট কেমন, জুটি কেমন জমিয়েছে, সবের রিভিউ দেখেও মানুষ সিনেমা হলে যায় ।"

Last Updated : Dec 8, 2024, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details