হায়দরাবাদ, 10 ডিসেম্বর: রাজনীতির আঙিনায় যখন উত্তপ্ত দেশ তখন ওপার বাংলা-এপার বাংলায় প্রেমের মরসুম ৷ উত্তেজনা-কূটনীতির মধ্যে ছড়িয়ে পড়েছে ভালোবাসার উন্মাদনা ৷ স্পষ্ট ভাষায় জানান দিল এই ভালোবাসা ভীরু নয় ৷ মনের মধ্যে দামাল প্রেম চেপে রাখলেন না বাংলাদেশের অভিনেত্রী সানজানা মেহরান ৷ এপার বাংলার সুদর্শন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের প্রতি সাহসী প্রেম প্রকাশ করেছেন সানজানা ৷ সত্যি, বুকের পাটা আছে বটে ৷
ইটিভি ভারতকে বাচিক শিল্পী তথা মঞ্চাভিনেত্রী সানজানা বলেন, "যে নারীরা বিবাহিত তাঁদের কাছে আরও বেশি কষ্টকর কাউকে ভালোবাসলে, ভালোলাগলে বলতে পারে না ৷ সমাজের ভয়ে, পরিবারের ভয়ে অকপটে ভালোবাসি বলতে চায় না ৷ ভালোবাসা পাপের নয় ৷ প্রেম-ভালোবাসা সুন্দর ৷ সুন্দরের চোখ দিয়ে যদি আমি দেখি এটা কোনও অন্যায় নয় ৷ দুনিয়া জানুক না আমি একজনকে ভালোবাসি, ক্ষতি কি?"
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন তুলে বলা যায়, '...তোমার সাথে জাগতে সে চায় আনন্দে পাগল।...' সানজানা বিবাহিত, তিন সন্তানের মা ৷ তারপরেও অনির্বাণের প্রতি ভালোবাসার প্রকাশে দ্বিধাবোধ করেননি ৷ তাঁর স্বামীও স্ত্রীর এই ভালোবাসার অনুভূতিকে প্রশ্রয় দিয়েছেন ৷ ইটিভি ভারত চেষ্টা করেছে, সানজানার ভালোবাসার অনুভূতিগুলোকে অনির্বাণেরই ছবির গান ধার করে ব্যক্ত করতে ৷ সেই গানের কথার সঙ্গে সানজানা মিলিয়েছেন নিজের ভালোবাসার অনুভূতিকে ৷
- গান- আমি বাউণ্ডুলে ঘুড়ি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি (দশম অবতার)
সানজানা বলেন, "আমিও আসলে একটু বাউণ্ডুলে ৷ যদিও আমি বিবাহিত ৷ তিনটে সন্তান রয়েছে ৷ তাও এই বাউণ্ডুলেপনা এতটুকু কমেনি ৷ আমার মাঝে মধ্যে মনে হয় এই গানগুলো যেন শুধুমাত্র আমার জন্যই লেখা ৷"
- গান- কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া... (শাহজাহান রিজেন্সি)
এই গানের কথা ধরে মনের ভাব প্রকাশ করতে গিয়ে সানজানা বলেন "এই গানটা শুনলে মনে হয় এটা আমার জন্যই গাওয়া ৷ আমিও অনির্বাণের কাছ থেকে ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না ৷"
- ছিলে বন্ধু সাতজন্মের তুমি কি আমার (ফাইনালি ভালোবাসা)
সানজানার উত্তর- "বন্ধুত্ব সাতজনম কেন, জনম জনম ধরে রাখতে হয় ৷ তবে ধরে রাখা মুখের কথা নয় ৷ এই বন্ধুত্ব ধরে রাখতে পারলে পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে ৷ অনির্বাণের সঙ্গে আমার সেই বন্ধুত্ব অটুট থাক ৷"
- একে একে ঘর ভাঙে, কাছে ডাকে জলরাশি, তুমি আছ অনুভবে, দ্রুত পায়ে সরে আসি (ড্রাকুলা স্যার)