কলকাতা, 29 অক্টোবর: প্ল্যাটফর্ম এইটে এসে গিয়েছে নতুন ওয়েব ফিল্ম 'দুগ্গা দুগ্গা'। বাবা ও মেয়ের সম্পর্কের রসায়ন তো আছেই। পাশাপাশি বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং মেয়ের প্রেম নিয়ে অন্যরকম গল্প বলেছেন পরিচালক জিৎ চক্রবর্তী ৷ বাবার চরিত্রে বাদশা মৈত্র, মেয়ের চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায় । রয়েছেন ময়না মুখোপাধ্যায়, ফাহিম মীর্জা, রানা বসু ঠাকুর সহ আরও অনেকে। পুজোর আবহেই হয়েছে এর শুটিং।
অমৃতার চরিত্রের নাম অনামিকা। সে বিদেশে থাকে। সেখানেই পড়াশোনা করে। মায়ের মৃত্যুর পর বাবা শহরে একা। কিন্তু তার পরেও শহরে ফেরেনি অনামিকা। তবে বাবার অসুস্থতার খবর জানতে পেরেই কলকাতায় ফেরে সে। তার পর অনামিকা ও তাঁর বাবা অবনীর জীবন ঠিক কোন খাতে বইতে শুরু করে, তা নিয়েই এই ওয়েব ফিল্ম।
সাংবাদিক বৈঠকে 'দুগ্গা দুগ্গা' টিম (ইটিভি ভারত) অমৃতা বলেন, "চরিত্রটার অফার যখন পাই তখন আমি ট্রাভেল করছিলাম। শোনার পরেই এক কথায় হ্যাঁ বলে দিই আমি। কেননা খুব চেনা একটা চরিত্র এই অনামিকা। এখানে বাবা এবং মেয়ের কেমেস্ট্রিটা খুব অন্যরকম। আশা করি দর্শকের ভালো লাগবে। বাদশা দা'র সঙ্গে কাজ করেও আমার খুব ভালো লেগেছে। একইভাবে গোটা টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো।"
বাদশা মৈত্র বলেন, "অমৃতা বুঝে অভিনয় করেন। ভালো অভিনেত্রী। প্ল্যাটফর্ম এইটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো। গল্পটাও ভালো। এখানে মেয়ের যেমন একটা প্রেম দেখানো হয়েছে বাবারও একটা প্রেম দেখানো হয়েছে। খুব সুন্দর দুটো প্রেম। এর থেকে বেশি বলব না। যারা দেখেননি তাঁরা দেখুন।"
পরিচালক জিৎ বলেন, "দুর্গা ছাড়া আমাদের আছেটা কী? তাই দুগ্গা দুগ্গা। পুজোর সময়ে শুটিং হয়েছে। পুজোর পরে মানুষ দেখছেন। ভালো সাড়া পাচ্ছি। ভালো গান আছে। সব মিলিয়ে দর্শককে ভালো লাগানোর চেষ্টা করেছি।" পুজো শেষ হয়ে গিয়েছে ৷ সকলে মেতে উঠতে শুরু করেছে আলোর উৎসবে ৷ তারমাঝে নতুন ওয়েব ফিল্ম 'দুগ্গা দুগ্গা' এক অন্যরকম অনুভূতি ও নস্ট্যালজিয়ায় ঘিরে রাখবে দর্শকদের ৷