মুম্বই, 11 নভেম্বর:প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান তাঁর লিঙ্গ পরিবর্তনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করতেই তা আলোড়ন ফেলে দিয়েছে ৷ আরিয়ানের হরমোন রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে ৷ আরিয়ান থেকে শুরু হয়েছে আনায়ার যাত্রা। নিজের ইনস্টাগ্রামে এই পরিবর্তনের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। তবে এটাই প্রথম নয় ৷ এর আগেও বিখ্যাত বেশ কিছু তারকা রয়েছে যাঁরা লিঙ্গ পরিবর্তন করেছেন ৷ একনজরে দেখে নেওয়া সেই তালিকা ৷
সায়েশা শিন্ডে
সায়েশা শিন্ডে ৷ প্রথম তাঁর নাম ছিল স্বপ্নিল শিন্ডে ৷ 2021 সালে একজন ট্রান্স মহিলা হিসাবে নতুন করে পরিচয় সামনে আনেন তিনি ৷ লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করেছিলেন স্বপ্নিল। সায়েশা একজন ফ্যাশন ডিজাইনার ৷ তিনি তার কাজের মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন।
ববি ডার্লিং
ববি ডার্লিং, যাকে 'তাল', 'ম্যায় দিল তুঝকো দিয়া', 'কেয়া কুল হ্যায় হাম'-এর মতো ছবিতে দেখা গিয়েছিল ৷ তিনিও তাঁর লিঙ্গ পরিবর্তন করেছেন। ববি ডার্লিংএ-এর আগে নাম ছিল পঙ্কজ শর্মা ৷ 2010 সালে লিঙ্গ পরিবর্তন করেন তিনি। অল্প বয়সে লিঙ্গ পরিবর্তনের কারণে তাঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
গৌরী অরোরা