কলকাতা, 5 নভেম্বর: তাঁকে দেখলেই কেউ বলেন একেবারে লক্ষ্মী প্রতিমার মতো মুখ আবার কেউ বলেন যেন মা দুর্গা ৷ আবার কারোর কাছে তিনি যেন ঘরেরই মেয়ে ৷ ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে এইভাবেই দেখে অভ্যস্ত দর্শকরা ৷ এবার কেরিয়ারে বড় চ্যালেঞ্জ নিয়েছেন অভিনেত্রী ৷ প্রথমবার বড় পর্দায় নেগেটিভ চরিত্রে তাক লাগাতে চলেছেন অপরাজিতা ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে খতরনাগ মাফিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে। বিপরীতে টক্কর দিতে পুলিশ অফিসার চরিত্রে থাকবেন বনি সেনগুপ্ত। মাইথোলজির চাদরে নতুন ছবি 'বানসারা' বানাচ্ছেন আতিউল ইসলাম। প্রকাশ্যে এসেছে অপরাজিতা-বনির প্রথম ঝলক ৷
ভোলবদল অপরাজিতার (PR Handout) ছবি 'বানসারা' মূলত পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম। বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে বানসারা। এই বনদেবী এতটাই জাগ্রত যে বনদেবী নাকি স্বয়ং অপরাধীদের নিজে হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। দেবীর ইচ্ছে, আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সমস্ত কিছুই দেবী বড়মা মারফত পৌঁছে দেন সমস্ত গ্রামবাসীর কাছে। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে। নাম গৌরিকা দেবী। তিনি বানসারার ভালো এবং মন্দের একটি নিয়মাবলী ঠিক করে রেখেছেন। তিনি বানসারার রক্ষক এবং একইসঙ্গে রাজনীতিবিদ।
বানসারার বড়মা অর্থাৎ গৌরিকা দেবীর ভূমিকাতেই দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। এই গ্রামে গৌরিকা দেবীর হাতে ক্রমাগত খুন হতে থাকে একের পর এক মানুষ। গ্রামে চলতে থাকে বিভিন্ন ধরনের বে-আইনি কাজ। সমস্ত বে-আইনি কাজের সমাপ্তি ঘটানোর জন্য আসেন পুলিশ অফিসার অজিতেশ। নাম ভূমিকায় বনি সেনগুপ্ত। গ্রামেরই একটি স্কুলের প্রধান শিক্ষিকা সুভদ্রা। যে চরিত্রে দেখতে পাওয়া যাবে মুন সরকারকে।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমকিায় দেখা যাবে এক কাপালিক চরিত্রকেও ৷ নাম ভূমিকায় বিশ্বরূপ বিশ্বাস। এছাড়াও দেখা যাবে লিজা ভৌমিক, ভাস্কর দত্ত-সহ দাপুটে ও দক্ষ অভিনেতা-অভিনেত্রীদের ৷ মাইথোলজির চাদরে মোড়ানো এই গল্পের দর্শক গল্পের একদম শেষে গিয়ে জানতে পারবে, কীভাবে? কী কারণে? আর কেনই বা দেবীর হাতে খুন হয় একের পর এক মানুষ? গৌরিকা কি সত্যিই খতরনাগ? নাকি এর অন্তরালেও রয়েছে অন্য কাহিনি?