পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ঈদে আসছে অঙ্কুশ-ঐন্দ্রিলার 'মির্জা', মুক্তি পেল ছবির প্রথম গান 'গালিব' - Mirza Bengali Movie

Mirza Song Ghalib: 9 এপ্রিল ঈদে বড় পর্দায় মুক্তি পাবে 'মির্জা'। তার আগে প্রকাশ্যে ছবির নতুন রোমান্টিক গান 'গালিব' ৷ যা মন ছুঁয়ে নিল দর্শকদের ৷ গানের কথা লিখেছেন সোশাল মিডিয়ায় জনপ্রিয় সুব্রত বারিষওয়ালা ওরফে সুব্রত মাইতি ৷

Etv Bharat
মুক্তি পেল ছবির প্রথম রোমান্টিক গান 'ঘালিব'

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 4:22 PM IST

কলকাতা, 16 মার্চ: প্রথমবার প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ৷ চলতি বছরের ঈদে আসছে বাংলা ছবি 'মির্জা'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল টিজার ৷ মুক্তির পরেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই অফিসিয়াল টিজার ৷ প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান ৷ অ্যাকশন হিরো নয়, একেবারে রোম্যান্টিক অবতারে অঙ্কুশ ধরা দিলেন ঐন্দ্রিলার কাছে ৷

'অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স'- এর ব্যানারে ঘোষণার পর থেকে দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা শুরু হয়েছিল ছবিটা নিয়ে ৷ ছবিতে অভিনেতা অঙ্কুশ হাজরাকে দেখা যাবে মির্জার চরিত্রে। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখা যাবে মুশকানের চরিত্রে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুমিত-শাহিল। প্রথম লুকে বেশ চমক দিয়েছিল চরিত্রদু'টির লুক। 'মির্জা' যে পুরোপুরি অ্যাকশনধর্মী হবে সেই হদিশ আগেই দিয়েছিলেন অঙ্কুশ। অফিসিয়াল টিজার মুক্তি পাওয়ার পর দেখা গেল সেটাই। এবার মুক্তি পেল ছবির রোমান্টিক গান 'গালিব'।

সোশাল মিডিয়ায় গানটি মুক্তি পাওয়ার পরেই মন কেড়েছে শ্রোতাদের ৷ কমেন্ট সেকশনে কেউ লিখেছেন, "অনেক সুন্দর গান। মির্জা ছবির জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে আছি।" আবার কেউ লিখেছেন, "খুব সুন্দুর হয়েছে গানটা ৷ ভালো লাগলো শুনে ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "বলিউডের থেকে অনেক ভালো গানটা ৷"

গানের দৃশ্যে দেখা গিয়েছে পুরোপুরি ভিন্নভাবে অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। গানটির কথা লিখেছেন সুব্রত মাইতি ৷ সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীরকে। বলাই বাহুল্য, অনেকদিন পর অ্যাকশনধর্মী ছবি নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা তথা প্রযোজক অঙ্কুশ হাজরা ৷ আগামী 9 এপ্রিল ঈদে বড় পর্দায় মুক্তি পাবে 'মির্জা'।

ABOUT THE AUTHOR

...view details