কলকাতা, 7 জুন:'নটধা’ নাট্যদলের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’র একটি বাংলা নাট্যরূপ উপহার দিয়েছিলেন পরিচালক তথা অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় । নাটকটির নাম অথৈ’। সেই নাটকই এবার ছবির আকারে আসতে চলছে বড়পর্দায় । ইতিমধ্যে হাজির হয়েছে ছবির ট্রেলার । যার আনুষ্ঠানিক প্রকাশে হাজির ছিলেন ছবির অন্যতম কুশীলব অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় ও সোহিনী সরকার ।
অভিনয় ছাড়াও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টেরের দায়িত্বে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য । নাটকে মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ ও অর্ণ মুখোপাধ্যায় । আর ছবিতে ড. অথৈ লোধ অর্থাৎ ওথেলো রূপে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে । তিনি দলিত সম্প্রদায়ের । উইলিয়াম শেক্সপিয়ার এই চরিত্রটিকে এঁকেছিলেন ভেনিসের কুইক্সোটিক মুরের আদলে । অথৈ স্বপ্ন দেখেন, তিনি প্রেমিক মনের । সোজা কথায় অথৈ সুন্দর মনের মানুষ এই ছবিতে । এখানে সোহিনীর চরিত্রের নাম দিয়া (ডেসডেমোনা)। যে ভালোবাসার প্রতীক । দিয়া বুদ্ধিমতী, স্পষ্টবাদী এবং আন্তরিক ।
অনির্বাণের চরিত্রের নাম গোগো (লাগো)। এটি একটি রহস্যময় চরিত্র । বলা ভালো, একটি ধাঁধার মতো যা রেজল্যুশন এড়িয়ে যায় । এই গোগোর মনটা সহজ সরল পথে হাঁটে না । অথৈয়ের বন্ধু সে । সেই বন্ধুত্বের মধ্যেও রয়েছে জটিলতা । সহজ ভাষায়, গোগো নৈতিকতার নাটকে নৃশংসতার মূর্ত প্রতীককে তুলে ধরে । ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্র খুঁজে পাওয়া যাবে তাঁর চরিত্রে । সুতরাং এখানে অনির্বাণকে দেখা যাচ্ছে নেতিবাচক চরিত্রে । আর তা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা । উল্লেখ্য, সম্প্রতি নিজের লুকও পালটে ফেলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । 14 জুন বড় পর্দায় আসছে এই ছবি ।