পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ফিরে এসেছে খোকা ! প্রেম বাঁচাতে পারবে 'তালমার রোমিও জুলিয়েট' ? - TALMAR ROMEO JULIET TRAILER OUT

ফের একবার শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের প্রেম কাহিনি ওটিটি-প্ল্যাটফর্মে ৷ আসছে 'তালমার রোমিও জুলিয়েট' ৷ অনির্বাণ ভট্টাচার্যকে দেখে তাক সিনেপ্রেমীদের ৷

Etv Bharat
আসছে 'তালমার রোমিও জুলিয়েট' (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 7, 2024, 3:59 PM IST

কলকাতা, 7 নভেম্বর: হইচইতে স্ট্রিমিং হতে চলেছে 'তালমার রোমিও জুলিয়েট'। অর্থাৎ পর্দায় ফের শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের প্রেম কাহিনি ৷ হাজির হয়েছে টানটান উত্তেজনায় অফিসিয়াল ট্রেলার। পরিচালনায় অর্পণ গড়াই, সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। চিত্রনাট্য লিখেছেন দুর্বার শর্মা। আবারও শেক্সপিয়ারের গল্প নিয়ে কাজ করলেন।

অনির্বাণ বলেন, "তালমার রোমিও জুলিয়েট শুধু একটি রিটেলিং নয়, এটি একটি নাটক, আবেগ এবং একটি বিগত যুগের বিপরীতমুখী আকর্ষণের শক্তিশালী মিশ্রণ। আমরা রোমিও জুলিয়েটের মাধ্যমে দেখাতে চেয়েছিলাম কীভাবে প্রেম সব প্রতিকূলতার বিপরীতে তরী বাইতে পারে।" মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে। দেবদত্তের চরিত্রের নাম রানা ও হিয়ার চরিত্রের নাম জাহানারা।

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হিয়ার। তারপর ধারাবাহিকে কাজ করেছেন। 'হইচই'-এর সিরিজ 'জাতিস্মর'-এ দর্শক দেখেছিলেন তাঁকে। আর তারপরে বড় কাজ বলতে এই জুলিয়েট থুড়ি জাহানারার চরিত্র। ওদিকে থিয়েটার নিয়ে পড়াশুনা দেবদত্তর। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে কাজ শুরু তাঁর। সেখানে মনিরুলের চরিত্রে নজর কেড়েছিলেন দেবদত্ত। এরপর ‘বোধন’-এ অভিনয় করেন। আর এবার 'তালমার রোমিও জুলিয়েট'-এ মুখ্য চরিত্রে তিনি। দুজনের সামনেই যে বড় চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না।

গল্প অনুযায়ী, রানা আর জাহানারা সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে একে অপরকে ভালোবাসে। একাধিক ভিলেনের চোখ তাঁদের দিকে। হিয়া, দেবদত্ত ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অনুজ চট্টোপাধ্যায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদাস ঘোষ, বুদ্ধদেব দাস। এখন জোরকদমে চলছে সিরিজের প্রচারের কাজ। আগামী 15 নভেম্বর 'হইচই'-এ মুক্তি পাচ্ছে 'তালমার রোমিও জুলিয়েট'।

ABOUT THE AUTHOR

...view details