হায়দরাবাদ, 6 মার্চ:দেখতে দেখতে 13 বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন দক্ষিণের 'পাওয়ার কাপল' আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি ৷ 6 মার্চ তাঁদের বিবাহবার্ষিকী ৷ আজকের এই বিশেষ দিনে স্ত্রীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানাতে ভোলেলনি বানি ৷ সকাল সকাল তাই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ভালোবাসায় ভরা সুন্দর একটি ছবি ৷ সঙ্গে মিষ্টি একটা বার্তা ৷
বিবাব বার্ষিকীতে স্ত্রীকে শুভেচ্ছা আল্লু আর্জুনের পুষ্পা খ্যাত এই অভিনেতা স্ত্রীর সঙ্গে 69তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের একটি ছবি দিয়েছেন ৷ তাতে তিনি লেখেন, "শুভ বিবাহবার্ষিকী সুন্দরী ৷ 13 বছর হয়ে গেল । তোমার সঙ্গ আমাকে সমৃদ্ধ করেছে । আমি তোমার থেকে শক্তি পাই । জীবনের শেষ সময় পর্যন্ত আরও অনেক এরকম বিবাহবর্ষিকী পালন করব আমরা ।"
তেলেগু সিনেজগতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ৷ তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার ৷ আর সম্প্রতি নয়া সংযোজন জাতীয় পুরস্কার ৷ পুষ্পা সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি ৷ তবে শুধু দক্ষিণ নয়, ভারত ছাড়িয়ে বিদেশেও আল্লু অর্জুনের সিনেমা প্রশংসিত হয়েছে ৷ তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয় ৷
আর এই অ্যাকশন হিরোর জীবনে তাঁর স্ত্রী স্নেহার ভূমিকা কতটা তা সকলেরই জানা ৷ কারণ আল্লু আর্জুন নিজেই বারবার তা বুঝিয়ে দিয়েছেন ৷ তাঁদের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে ৷ সেখান থেকে প্রেম, যা গড়ায় বিয়েতে ৷ 2011 সালের 6 মার্চ একসঙ্গে পথচলা শুরু করে এই পাওয়ার কাপলের ৷ তাঁদের দুই সন্তান রয়েছে, মেয়ে আরহা ও ছেলে আয়ান ৷ তাদের সঙ্গে প্রায়শ্যই জীবনের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন আল্লু আর্জুন । মেয়ে আরহা ইতিমধ্যে ছবিতেও কাজ করে ফেলেছে ৷
বিগত কয়েকবছরে একাধিক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন আল্লু আর্জুন ৷ আগামিদিনে তাঁর হাতে রয়েছে পুষ্পা 2: দ্য রুলের মতো সিনেমা ৷ যেটি মুক্তি পাবে চলতি বছরের 15 অগস্ট ৷ পুষ্পার সফলতার পর এই ফিল্মটি নিয়ে মুখিয়ে রয়েছে দর্শক ৷ অ্যাকশন থ্রিলারটিতে বানির পাশাপাশি থাকছেন বিজয় সেতুপতি, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিল, প্রকাশ রাজ এবং জাপাথী বাবু-সহ ধুরন্ধর অভিনেতারা ।
আরও পড়ুন:
- 'ভারতের নতুন অধ্যায়ের সূচনা', রাম মন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন আল্লু অর্জুন
- পিছোচ্ছে না 'পুষ্পা 2', স্বাধীনতা দিবসে সিংঘমের সঙ্গে বক্স অফিসে জোর টক্কর আল্লুর ছবির
- জাতীয় পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু-আলিয়ার, দেখুন ভিডিয়ো