পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা, সিনেমার ম্যাজিক ছড়িয়ে পড়ল সুদূর আরবে - আলিয়া ভাট

Alia Bhatt: রিয়াধে আয়োজিত জয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান আলোকিত করলেন আলিয়া ভাট, সলমন খান ৷ আলিয়া পেলেন বিশেষ সম্মানও ৷

Alia Bhatt
রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 7:36 AM IST

মুম্বই, 21 জানুয়ারি: সৌদি আরবের রিয়াধে সিনেমার ম্যাজিক ছড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ জয় অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হলেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেত্রী ৷ নজর কাড়লেন স্টাইল স্টেটমেন্ট দিয়েও ৷

শনিবার রিয়াধে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আলিয়া ভাটও পেলেন বিশেষ সম্মান ৷ রবিবার সোশাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পুরস্কার পাওয়ার পর তিনি যে ধন্যবাদ স্পিচ দিয়েছিলেন, তাও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন আলিয়া ৷

ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আজকের রাত সংস্কৃতি, সম্মান ও সিনেমার জন্য ৷" অন্যদিকে ভিডিয়োতে উঠে এসেছে তাঁর বার্তা ৷ তিনি বলেন, "আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস হল ভালোবাসা ৷ আজকে রাতে যখন আমি বাড়ি ফিরে যাব, তখন আমার সঙ্গে নিয়ে যাব ভালোবাসার সিনেমাকে ৷ আর সেই ভালোবাসা নিয়ে যাব যা আমি রিয়াধে এসে পেয়েছি ৷ ধন্যবাদ ৷ সিনেমার ম্যাজিক এইভাবেই হতে থাক ৷" আলিয়ার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনিল কাপুর, মা সোনি রাজদান, রিয়া কাপুর, সাবা পাতৌদি-সহ আরও অনেকেই ৷ সাবা পতৌদি অভিনন্দন জানিয়েছেন ৷ মা সোনি রাজদান লিখেছেন, "সো লাভলি ৷"

অন্য়দিকে, বলিউড 'টাইগার' তথা সলমন খানকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁকে আমন্ত্রণ জানান সৌদি অ্যাডভাইজার তুর্কি আলালশিখ ৷ সলমন খানের হাত দিয়ে ইজিপ্টিয়ান অভিনেতা ইশাদ ইউনিসকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয় ৷ অনুষ্ঠানের পর আলিয়া ভাট ও সলমন খান পাপারাৎজিদের সামনে ফ্রেমবন্দি হন ৷ পাশাপাশি অনুষ্ঠানে দেখা যায় হলিউড অভিনেতা অ্যান্টনি হপকিন্স, জন সেনা, সলমা হায়েক-সহ আরও অনেককেই ৷

ABOUT THE AUTHOR

...view details