পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আধ্যাত্মিক গানে হাজির শিবভক্ত অক্ষয়, স্মরণ করলেন মহাদেবকে - অক্ষয় কুমার

Shambhu Song: প্রকাশ্যে অক্ষয় কুমার অভিনীত সিঙ্গল মিউজিক 'শয়ম্ভু' ৷ শিবের গানে মুগ্ধ নেটিজেনরা ৷ আধ্যাত্মিক গানটি গেয়েছেন সুধীর যদুবংশী ও বিক্রম মোনত্রোসে ৷

Etv Bharat
আধ্যাত্মিক গানে হাজির শিবভক্ত অক্ষয়

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 4:46 PM IST

হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: আবারও শিব শঙ্করের অনুরাগীর ভূমিকায় অভিনেতা অক্ষয় কুমার ৷ মুক্তি পেল শয়ম্ভু ৷ সোমবার সোশাল হ্যান্ডেলে অভিনেতা নিজেই শেয়ার করেছেন গানের ঝলক ৷ শিবের প্রতি ভক্তের আরাধনা ও নৃত্য উঠে এসেছে গানের পরতে পরতে ৷

গানে অক্ষয়কে দেখা গিয়েছে একজন শিবভক্ত হিসাবে ৷ গানটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, "আমাদের ঐশ্বরিক শ্রদ্ধাঞ্জলি শয়ম্ভু ৷ সকলে এক দারুণ অভিজ্ঞতা লাভ করুন ৷" মিউজিক ভিডিয়োয় খিলাড়ি অভিনেতাকে দেখা গিয়েছে ঐতিহ্যবাহী পোশাকে ৷ কপালে চন্দনের তিলক ৷ সারা গায়ে সিম্বলিক ট্যাটু ৷ শিবের প্রতি ভক্তের ভালোবাসা তুলে ধরা হয়েছে গানের মধ্যে দিয়ে ৷

শুধু তাই নয়, এই গানে অক্ষয়ের লুকও তাক লাগিয়েছে সকলকে ৷ গলায় রুদ্রাক্ষের মালা, নাকছাবি, হাতে ত্রিশূল এবং অক্ষয়ের কখনও শান্ত কখনও তাণ্ডব রূপে নাচ মুগ্ধ করেছে অনুরাগীদের ৷ সুধীর যদুবংশী ও বিক্রম মোনত্রোসের সঙ্গে আধ্যাত্মিক গানে গলা মিলিয়েছেন স্বয়ং অক্ষয় কুমারও ৷ গানের কথা লিখেছেন অভিনব শেখর ও সুর দিয়েছেন বিক্রম মোনত্রোসে ৷

এর আগেও অক্ষয় কুমারকে শিবভক্ত হিসাবে দেখা গিয়েছে সিনেপর্দায় ৷ 2020 সালে মুক্তি পাওয়া রাঘব লরেন্স পরিচালিত 'লক্ষ্মী বম্ব' ছবিতে অক্ষয়ের অন্যরকম রূপ দেখা গিয়েছিল 'বোমভোলে' গানে ৷ মেয়েরূপে অক্ষয়ের নাচ সেই গানের মাধুর্য যেন বাড়িয়ে দিয়েছিল আরও বেশি ৷ লোকের মুখে মুখে ফিরতে থাকে এই গান ৷ তার সঙ্গে প্রশংসিত হয় অক্ষয়ের নাচও ৷ একইভাবে 'ওএমজি 2' ছবিতেও 'হর হর মহাদেব' গানেও অক্ষয়কে দেখা গিয়েছে শিবভক্ত হিসাবে ৷ এই গানটিও গেয়েছিলেন বিক্রম মোনত্রোসে ৷ সুরও দিয়েছিলেন তিনি ৷ গানটি লিখেছিলেন শেখর অস্তিত্ব ৷ আরও একবার অক্ষয়কে শিবভক্তরূপে দেখে মুগ্ধ সকলেই ৷

ABOUT THE AUTHOR

...view details