হায়দরাবাদ, 21 জানুয়ারি: দীর্ঘদিন ধরেই প্রতীক্ষা রয়েছে অজয় দেবগণের স্পোর্টস ড্রামা 'ময়দান' নিয়ে ৷ অমিত আর শর্মা পরিচালিত 'ময়দান' 2024 সালের এপ্রিলে ইদে মুক্তি পাওয়ার কথা ৷ সেই দিনেই আবার মুক্তি পেতে চলেছে পূজা প্রযোজনা সংস্থার 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷ ফলে বক্সঅফিসে দখলে মুখোমুখি ময়দানে নামছেন, অজয় দেবগণ ও অক্ষয় কুমার ৷
ময়দান ছবিটিতে সহকারি-প্রযোজক হিসাবে রয়েছেন বনি কাপুরও ৷ রয়েছে জি স্টোডিয়ো প্রযোজনা সংস্থাও ৷ ভারতীয় ফুটবলের লেজেন্ডারি কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবন তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল খেলায় তাঁর অবদান অনস্বীকার্য ৷ ফুটবলের সেই স্বর্ণযুগ পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অজয় দেবগণ ৷
অন্যদিকে, আলি আব্বাস জফর পরিচালিত অক্ষয় কুমার-টাইগার শ্রফ অভিনীত 'বড়ে মিঞা ছোটে মিঞা'-ও মুক্তি পেতে চলেছে ইদের আবহে ৷ ফলে বক্সঅফিসের বিগ বাজেটের বিগ ছবি প্রতিদ্বন্দ্বিতায় যে নামছে তা বলা বাহুল্য ৷ কোন ছবি দর্শকদের প্রেক্ষাগৃহে টানবে আর কোন ছবি বক্সঅফিসে ম্যাজিক দেখাবে সেই নিয়েই তৈরি হয়েছে কৌতুহল ৷
উল্লেখ্য, 2020 সালে তৈরি হওয়া 'ময়দান' ছবি অতিমারি ও লকডাউনের কারণে মুক্তি পায়নি ৷ এরপর 2021 সালে ঘূর্ণঝড় তকতে-এর কারণে পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ ৷ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই ছবি দর্শকদের জন্য মুক্তি পেতে চলেছে বড়পর্দায় ৷ পাশাপাশি, 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবি প্রথম থেকেই রয়েছে খবরে ৷ স্কটল্যান্ড থেকে শুরু করে লন্ডনের মতো একাধিক জায়গায় হয়েছে ছবির শুটিং ৷ এখন দেখার কোন ছবি দর্শক দরবারে হিটের সার্টিফিকেট পায় ৷