হায়দরাবাদ, 5 অক্টোবর: ভারতীয় বিনোদন জগতে দুই জনপ্রিয় তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বিয়ের বন্ধনে আবদ্ধ হন 2007 সালের 20 এপ্রিল ৷ বিনোদন জগতে সেই সময় সবচেয়ে বেশি চর্চিত বিষয় ছিল তাঁদের বিয়ে ৷ কিন্তু অনেকেই জানেন না, অভিষেক-ঐশ্বর্যর রোকা সেরেমনি বা এনগেজমেন্ট নিয়ে বেশ সমস্যা তৈরি হয়েছিল ৷ দীর্ঘ বছর পর সেই স্মৃতি ভাগ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য ৷
জানা যায়, বচ্চন ও রাই পরিবারের সদস্যদের সম্মতিক্রমে প্রি-ওয়েডিং সেরেমনি হিসাবে রোকা উত্তর ভারতীয় রীতি মেনে হওয়ার কথা ছিল ৷ সেইভাবে দুই পরিবার অনুষ্ঠান আয়োজনের তোড়জোড়ে লেগে পড়েন ৷ কিন্তু রোকার রীতি-নিয়ম নিয়ে বিশেষ কিছু জানতেন না ঐশ্বর্য ৷ এক সাক্ষাৎকারে ঐশ্বর্য তাঁর রোকা নিয়ে আলোচনা করেন ৷
অভিনেত্রী জানান, কীভাবে অভিষেক রোমান্টিকভাবে তাঁকে প্রেম প্রস্তাব দিয়েছিল ৷ তিনি বলেন, "আমি জানতামও না রোকা নামে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ৷ আমরা দক্ষিণ ভারতীয় ৷ তাই রোকা কি নিয়ম বা রীতি আমার জানা ছিল না ৷ আর আচমকাই তাঁদের বাড়ি থেকে আমাদের বাড়িতে ফোন আসে যে আমরা আসছি ৷"
এরপর অভিনেত্রী জানান, এমন বিষয় সামনে আসতে কীভাবে অভিষেক তড়িঘড়ি তাঁকে ফোন করেন ৷ অভিনেত্রী বলেন, "সেই সময় অভিষেক বলে, আমরা সকলে আসছি ৷ আর আমি বাবাকে আটকাতে পারব না ৷ আমরা সকলে রাস্তায় আছি ৷ তোমার বাড়িতে আসছি ৷ তা শুনে আমার অবস্থা ওহ মাই গড!" এই বলে হাসতে থাকেন অভিনেত্রী ৷
মজার বিষয় হল, অভিনেত্রীর রোকার সময় নাকি উপস্থিত ছিলেন ঐশ্বর্যর বাবা কৃষাণরাজ রাই ৷ তিনি শহরের বাইরে ছিলেন ৷ নিয়ম মতে রোকা সেরেমনিতে দুই পরিবারের অভিভাবকদের সামনে থাকতে হয় ৷ কিন্তু এক্ষেত্রে ঐশ্বর্যর বাবা মেয়ের রোকা সেরেমনিতে ছিলেন ফোন কলের মাধ্যমে ৷
অভিনেত্রী আরও জানান, যখন অমিতাভ বচ্চন তাঁদের বাড়িতে পৌঁছন তখন তিনি আর তাঁর মা কি করবেন বুঝতে পারছিলেন না ৷ অ্যাশ বলেন, "তাঁর উপস্থিত হয়ে গিয়েছে ৷ মা-আমি দুজনেই রয়েছি ৷ সকলেই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি ৷" টুইস্ট এখানেও ৷ আসলে অ্যাশ ও তাঁর মা দুজনেই উত্তর ভারতের বিয়ের রীতি নিয়ে সেইভাবে জানতেন না ৷ ফলে অ্যাশ বাধ্য হয়ে তাঁর মাকে প্রশ্ন করেন, "এটা কি কোনও এনগেজমেন্ট সেরেমনি?" যাইহোক, নানা কনফিউশন সত্ত্বেও রোকা সেরেমনি সম্পন্ন হয় এবং বচ্চন পরিবারের দিকে দু'কদম এগিয়ে যান ঐশ্বর্য ৷ তারপর বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে জুড়ে যায় ঐশ্বর্য রাইয়ের নাম ৷