পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শুরু 'মিত্তির বাড়ি' ধারাবাহিকের শুটিং, গুরুত্বপূর্ণ চরিত্রে সোহেল দত্ত

পরিবারকে ভাঙার পিছনে চক্রান্ত ৷ জোনাকি-ধ্রুব পারবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে?

Etv Bharat
শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'র শুটিং (PR Handsout)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 2, 2024, 4:13 PM IST

কলকাতা, 2 নভেম্বর: ভগ্নপ্রায় পরিবার জোড়া লাগানোর গল্প নিয়ে আসছে বাংলা ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। ধারাবাহিকে মুখ্য চরিত্রে আদৃত রায় এবং পারিজাত চৌধুরী। শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং ৷ এই খবর ইটিভি ভারতকে জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র ঋক মিত্র। ধারাবাহিকে ঋক নায়কের ভাই। ঋকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সোহেল দত্তকে। 'অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার'- স্বয়ং জানিয়েছেন সোহেল।

অভিনেতা আরও বলেন, "শুটিং শুরু হয়েছে 1 নভেম্বর থেকে। প্রোমো করতে গিয়ে সবার সঙ্গে আলাপ হয়েছে৷ সবার সঙ্গে হৃদ্যতা তৈরি হয়ে গিয়েছে। আশা রাখছি তার ছাপ ধারাবাহিকেও প্রভাব ফেলবে। খুব ভালো একটা চরিত্রে অভিনয় করছি। একটা অন্য শেড আছে। এই ধরনের চরিত্রগুলোতে সবসময়ই একটা শেড থাকে। যেগুলো মানুষের মনে আগ্রহ উদ্দীপনার জন্ম দেয়।"

প্রসঙ্গত, এর আগে সোহেলে কাজের তালিকায় রয়েছে 'মোহনা', 'বউ কথা কও', 'তারে আমি চোখে দেখিনি', 'অদ্বিতীয়া', 'আঁচল', 'শ্রীময়ী'র মতো ধারাবাহিকে । অনেকদিন পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় কাজ কর‍তে চলেছেন সোহেল তাই উচ্ছ্বাস আরও কিছুটা বেশি জানালেন অভিনেতা। তিনি বলেন, "অনেক ছোটবেলায় ওঁর সঙ্গে দুটো ছবি করেছিলাম। 'ঘরজামাই'তে ওঁর ছোটবেলাটা করেছিলাম আর 'বদলা'তে বুম্বা আঙ্কলের ছেলের চরিত্রে অভিনয় করেছিলাম। এ ছাড়া এন আইডিয়াজে আগেও কাজ করেছি।"

অনেকটা সময় ধরে অভিনয়ে। মেগা সিরিয়ালে লিড রোলে এখনও অবধি সেভাবে দেখা না পাওয়ার কারণ কী? সোহেল এর সঠিক কারণ না জানালেও বলেন, "'ক্লাসরুম' বলে একটা সিনেমাতে করেছিলাম লিড রোল। তারপর আর সত্যিই করা হয়নি। "কবে থেকে এই ধারাবাহিক আসছে সেই বিষয় চ্যানেল এখনও অবধি কোনও খবরাখবর দেয়নি। তবে, প্রোমো আসার পর থেকে নেটিজেনদের দাবি 'দেশের মাটি 2' আসছে টিভির পর্দায়।

কেননা তাঁরা 'দেশের মাটি' ধারাবাহিকের সঙ্গে এই ধারাবাহিকের শুরুয়াতে মিল খুঁজে পেয়েছেন। সেখানে অন্য রক্তের ছেলে রাজা (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়) ছিল বাড়ির অক্সিজেন। আর এই ধারাবাহিকে মিত্তির বাড়ির অক্সিজেন চনমনে মেয়ে জোনাকি। জোনাকি আর বাড়িরই ছেলে ধ্রুব মিলে বেঁধে রাখতে বদ্ধপরিকর মিত্তির বাড়িকে। কোনদিকে বাঁক নেবে এই ধারাবাহিক? সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details