পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সাতপাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ, দেখুন বিয়ের প্রথম ছবি - Aditi Rao Hydari Siddharth married - ADITI RAO HYDARI SIDDHARTH MARRIED

Aditi Rao Hydari and Siddharth are now married: বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ দক্ষিণী সংস্কৃতি মতে চারহাত এক হল বলিউডের মিষ্টি লাভ বার্ডের ৷

Aditi Rao Hydari-Siddharth get married
বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অদিতি-সিদ্ধার্থ (আইএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 16, 2024, 11:52 AM IST

Updated : Sep 16, 2024, 12:34 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: সাত পাকে বাঁধা পড়লেন অদিতা রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি ৷ একেবারে সাদামাটা ভাবে তাঁদের বিয়ের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই অনুরাগী-সহ বলিউডের তারকারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে ৷

সোমবার অদিতি বিয়ের একাধিক ছবি শেয়ার করেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ৷ ক্যাপশনে লেখেন, "তুমি আমার সূর্য, আমার চাঁদ, আকাশের সকল তারা তুমি ৷ অনন্তকালের সোলমেট ...কখনও বড় না হওয়ার জন্য ৷ তুমি আমার সবকিছু, ভালোবাসা, আলো, ম্যাজিক ৷ মিসেস অ্যআন্ড মিস্টার আদু-সিদ্ধু ৷"

নবদম্পতির বিয়ের ছবি সামনে আসার পরেই শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহার হাজব্যান্ড জাহির ইকবাল ৷ সোফি চৌধুরী ক্যাপশনে লেখেন, "খুব খুব সুন্দর ৷ তোমাদের দুজনকে অনেক ভালোবাসা ৷ অভিনন্দন ৷"এদিন সোশাল মিডিয়ায় প্রায় 10টি ছবি শেয়ার করেছেন অদিতি ৷ প্রথম ছবিতে দেখা যায়, সিদ্ধার্থ-অদিতির ঘনিষ্ঠ মুহূর্ত ৷ এরপর পরিবারের সঙ্গে বিয়ের একাধিক মুহূর্ত উঠে আসে সোশাল মিডিয়ায় ৷ অদিতির বিয়ের সাজ একেবারে ছিমছাম ৷ ঘিয়ে রঙের শাড়িতে সোনালী জড়ির কাজ ৷ গয়নাও নিমিত্ত মাত্র ৷ কানে বড় ঝুমকা, গলায় একটাই চওড়া হার ৷ হাতে অল্প চুড়ি ৷ সিম্পল সাজে অদিতির সরলতা ও সৌন্দর্য যেন আরও বেশি করে নজর কেড়েছে ৷ অন্যদিকে, সিদ্ধার্থকে দেখা গিয়েছে সাদা-ধুতি-পাঞ্জাবীতে ৷

জানা গিয়েছে, দক্ষিণী সংস্কৃতি অনুসারে এদিন সকালেই পরিবারের ঘনিষ্ঠ মানুষদের সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অদিতি-সিদ্ধার্থ ৷ তাঁদের বিয়ের ছবি তুলেছেন সেলেব্রিটি ফটোগ্রাফার জোশেফ রাধিক ৷ কয়েক বছর আগেই বলিউডের এই কাপল ডেটিং করা শুরু করেছিলেন ৷ চলতি বছরের শুরুর দিকে তাঁরা তাঁদের এনগেজমেন্টের ঘোষণা করেন ৷ তবে বিয়ে নিয়ে কোনও কিছুই জানা যায়নি ৷ ফলে এদিন সকালে অদিতি-সিদ্ধার্থের বিয়ের ছবি সামনে আসতে হতবাক অনুরাগীরা ৷

জনপ্রিয় ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে অদিতি জানিয়েছিলেন, কীভাবে সিদ্ধার্থ তাঁকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়েছিল ৷ তারপর থেকে সবকিছুই যেন স্বপ্নের মতো কাটছে ৷ তিনি বলেন, "সিদ্ধার্থ ওইদিন আচমকাই নীচে হাঁটু মুড়ে বসে ৷ আমি জিজ্ঞাসা করি কিছু খুঁজছ? কার জুতোর ফিতে খোলা? সে আমায় বলে, আদু আমার কথা শোনো ৷ আর তারপর আমাকে বিয়ের প্রস্তাব দেয় ৷ সে আমাকে বলে, আমার শৈশবের প্রিয় জায়গায় নিয়ে যেতে চায় ৷ আমার ঠাকুমার আশীর্বাদ নিতে চায় ৷" তারপর থেকেই নাকি শুরু হয় তাঁদের প্রেম কাহানি ৷

2021 সালে 'মহা সমুদ্রম' শুটিং সেটে অদিতি-সিদ্ধার্থের প্রথম সাক্ষাৎ হয় ৷ তারপর সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্ব থেকে প্রেমে ৷ এবার জীবনের নতুন অধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু করলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷

Last Updated : Sep 16, 2024, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details