পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ফের বাঙালি পরিচালকের সঙ্গে অদা শর্মা, শেষের পথে শুটিং - Adah Sharma - ADAH SHARMA

Adah Sharma New Web Series: ফের একবার বাঙালি পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী অদা শর্মা ৷ এবার তাঁকে দেখা যাবে অন্যরকম সিরিজে ৷

Adah Sharma New Web Series
ফের বাঙালি পরিচালকের সঙ্গে অদা শর্মা (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 27, 2024, 5:37 PM IST

কলকাতা, 27 অগস্ট: 'কেরালা স্টোরি'র পর ফের বাঙালি পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন বলিউড তারকা অদা শর্মা। অভিরূপ ঘোষের প্রথম হিন্দি সিরিজের নায়িকা তিনি। যে সময়ে আজ নারী নিরাপত্তা নিয়ে দেশে এত প্রশ্ন সেই সময়েই এহেন সিরিজের পরিকল্পনা করেছেন অভিরূপ।

'কেরালা স্টোরি'তে সুদীপ্ত সেনের পরিচালনায় অভিনয় করেন অদা শর্মা। সেই ছবি বক্সঅফিসে ঝড় তোলে ৷ আবার বিতর্কের মুখেও পড়ে ৷ পশ্চিমবঙ্গে ছবির মুক্তি নিয়ে দেশের শীর্ষ আদালতকে হস্তক্ষেপও করতে হয় ৷ এবার চর্চিত সেই অভিনেত্রীকে দেখা যাবে একটি হিন্দি সিরিজে ৷ নেপথ্যে সেই বাঙালি পরিচালক ৷ জানা গিয়েছে, একটি জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই সিরিজ বানানো হচ্ছে ৷ এই বিষয়ে অভিরূপ ঘোষ বলেন, "এখনও অবধি অফিসিয়ালি কিছু বলা বারণ। তবে, যেটুকু বলতে পারি তাতে অদা শর্মা কাজ করছেন। শুটিং শেষের পথে। খুব তাড়াতাড়ি সবটা জানাতে পারব। মুম্বইয়েরই একটি প্রযোজনা সংস্থা প্রযোজনা করছে এই সিরিজের।"

অদা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাহুল দেব, অঙ্কুর রাঠিকে। সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেতে পারে এই সিরিজ জানিয়েছেন পরিচালক। অভিরূপ এর আগে বানিয়েছেন বাংলা সিরিজ 'রহস্য রোমাঞ্চ সিরিজ'। একাধিক স্টার কাস্ট নিয়ে সেই সিরিজ বানান অভিরূপ। ছিলেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, সায়নী ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, রাজদীপ গুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, শাওলি চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট অভিনেতা। এই প্রথম কোনও হিন্দি সিরিজ পরিচালনা করছেন তিনি। চলতি বছরের মে মাস থেকেই মুম্বইতে পাড়ি জমিয়েছেন অভিরূপ। অদা শর্মা-সহ বাকি সকলকে নিয়ে নতুন এই কাজের ব্যাপারে বেশ আপ্লুত পরিচালক।

ABOUT THE AUTHOR

...view details