পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বাগদানের একদিন আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা সূরজ - Suraj Meher Dies - SURAJ MEHER DIES

Actor died by Accident: দুর্ঘটনায় কবলে পড়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সূরজ ৷ বাগদানের একদিন আগে আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবার তথা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷

Etv Bharat
দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা সূরজ

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 10:40 PM IST

Updated : Apr 11, 2024, 10:54 PM IST

ছত্তিশগড়, 11 এপ্রিল:বাগদানের একদিন আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ছত্তিশগড়ের জনপ্রিয় অভিনেতা সূরজ মেহর ৷ বুধবার রায়পুরে শুটিং থেকে ফেরার পথে পিকআপ ট্রাকের সঙ্গে অভিনেতার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনায় প্রয়াত হন 40 বছর বয়সী সূরজ ৷ অভিনেতার প্রয়াণে তাঁর সহকর্মী থেকে শুরু করে দর্শকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'আখরি ফয়েসলা' নামে ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা ৷ এদিন মধ্যরাতে শুটিং সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ৷ মাঝরাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতার গাড়ি ৷ বৃহস্পতিবারও ওড়িশাতে বাগদানের কথা ছিল সূরজ তথা নারদ মেহরের ৷ পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বিলাইগড়ের সরসিয়া এলাকায় ৷ ঘটনাসস্থলেই মৃত্যু হয়েছে ছত্রিশগড়ের অতি পরিচিত অভিনেতার ৷ এক পুলিশ আধিকারিক বলেন, "দুর্ঘটনার পরেই অতি দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে ৷ সেখানে চিকিৎসকা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷"

অন্যদিকে, গাড়ির চালক ও অভিনেতার এক সঙ্গী গুরুতর আহত হয়ে হাসাপাতালে ভরতি আছেন ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বিলাসপুর হাসপাতালে আরও ভালো চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ অভিনেতার বাবা-মা এখনও জীবিত আছেন বলে জানা গিয়েছে ৷ ছত্তিশগড়ের একাধিক ছবিতে দেখা গিয়েছে সূরজকে ৷ বেশিরভাগ ছবিতে তাঁকে দেখা গিয়েছে নেতিবাচক চরিত্রে ৷ মূলত, স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেতিবাচক চরিত্রেই সূরজ জনপ্রিয়তা লাভ করেছিলেন ৷ শেষমেশ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Last Updated : Apr 11, 2024, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details