কলকাতা, 13 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ আছড়ে পড়ল টলিউডেও ৷ এই ভয়াবহ ঘটনার বিরুদ্ধে সরব হয়ে নিজের আসন্ন ছবির টিজার প্রকাশ স্থগিত করে দিলেন টলি তারকা দেব ৷ তাঁর ফিল্ম খাদানের টিজার মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাংসদ-অভিনেতা ৷ আরজি করের ঘটনায় মৃতার পরিবারের দ্রুত ন্যায়বিচারের পক্ষে সওয়াল করেছেন তিনি ৷
মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে দেব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ । দল হিসেবে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমরা আমাদের চলচ্চিত্র 'খাদান' এর টিজারের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি ।"